সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার ধাক্কা সামলে রথযাত্রার (Rath Yatra 2022) আনন্দে গা ভাসিয়েছে প্রায় গোটা দেশ। সেজে উঠেছে পুরীর জগন্নাথধাম। আবার এ রাজ্যের হুগলির মাহেশেও রথের শেষ মুহূর্তের প্রস্তুতিও শেষ হয়ে গিয়েছে। তুঙ্গে। রথের রশিতে টান পড়ার আগে দেশবাসীকে টুইটে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহমেদাবাদে জগন্নাথ মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
দেশবাসীকে রথযাত্রার শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করেন তিনি।
[আরও পড়ুন: এবার সিনেমায় বাম-কংগ্রেস রাজনীতি, জুটি বাঁধছেন পরমব্রত ও স্বস্তিকা]
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) আহমেদবাদে জগন্নাথ মন্দিরে পুজো দেন। মঙ্গলারতিও করেন তিনি।
রথযাত্রার দিন আহমেদাবাদের জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে রাজ্যবাসী শুভকামনা করেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।
এদিকে, রথে চড়ে মাসির বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। জগন্নাথদেব গুণ্ডিচা মন্দিরে যাবেন বলে কথা। তাই রথ উপলক্ষে সেজে উঠেছে পুরী। ভিড় জমিয়েছেন বহু পুণ্যার্থী। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরী। বৃহস্পতিবার গভীর রাতে পুরী স্টেশন ঘুরে দেখেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
আদৌ সকলে কোভিডবিধি মানছেন কিনা, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। মাস্ক ব্যবহারের ক্ষেত্রে দেওয়া হচ্ছে জোর। স্যানিটাইজেশনের বন্দোবস্তও করা হয়েছে।