shono
Advertisement

মিছিলে পুলিশের কাঁদানে গ্যাস, ৬ মাসের রসদ নিয়ে প্রতিবাদে শামিল কৃষকরা

পরিবেশ নষ্ট করবেন না, কৃষকদের হুঁশিয়ারি কেন্দ্রের।
Posted: 01:31 PM Feb 13, 2024Updated: 01:31 PM Feb 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষকদের প্রতিবাদ মিছিল শুরু হতেই কার্যত রণক্ষেত্র হয়ে উঠল দিল্লি, হরিয়ানা, পাঞ্জাবের সীমানা। মিছিল লক্ষ্য করে ড্রোন থেকে লাগাতার কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ। তবে প্রবল বিরোধিতার মধ্যেও নিজেদের লক্ষ্যে অবিচল কৃষকরা। তাঁরা সাফ জানাচ্ছেন, অন্তত ছমাস ধরে প্রতিবাদ চালিয়ে যাওয়ার মতো রসদ নিয়েই দিল্লির (Delhi) দিকে রওনা দিয়েছেন তাঁরা।

Advertisement

২০২০ সালে ১৩ মাস ধরে দিল্লির সীমানায় ধরনা দিয়েছিলেন প্রতিবাদী কৃষকরা (Farmer Protest)। এবারও তার পুনরাবৃত্তি হতে পারে বলেই আভাস দিয়েছেন তাঁরা। পাঞ্জাবের গুরদাসপুর থেকে আসা কৃষক নেতা হরভজন সিং সাফ জানিয়েছেন, “আমাদের ট্রলিতে সমস্ত রকম সরঞ্জাম রয়েছে, পেরেক থেকে পাথর ভাঙার যন্ত্র পর্যন্ত। আগামী ছমাসের জন্য রেশনও মজুত রয়েছে। ট্রাক্টর সচল রাখতে পর্যাপ্ত ডিজেলও এনেছি।” কৃষকদের সাফ দাবি, দিল্লি সীমানায় আটকে থাকলেও থামবে না তাঁদের প্রতিবাদ। দাবিপূরণ না হওয়া পর্যন্ত দিল্লির সীমানাই তাঁদের ঠিকানা। 

[আরও পড়ুন: নতুন বছরেও বদলাল না ‘মৃত্যুপুরী’ কোটার ছবি, ফের উচ্চাশার বলি পড়ুয়া]

মঙ্গলবার সকালে দিল্লির দিকে যাত্রা শুরু করে কৃষকদের বিরাট মিছিল। তার পরেই পাঞ্জাব-হরিয়ানা সীমানায় শম্ভু এলাকায় ব্যাপক কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গোটা এলাকা ঢেকে গিয়েছে ধোঁয়ায়। মুহূর্তের মধ্যে ছত্রভঙ্গ হয়ে নিরাপদ আশ্রয়ের দিকে দৌড় দেন প্রতিবাদী কৃষক থেকে শুরু করে সাংবাদিকরাও। স্থানীয় সূত্রে খবর, অন্তত দুই ডজন কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়েছে। ড্রোন থেকে ফেলা হয়েছে শেলগুলো।

এহেন পরিস্থিতিতে কৃষকদেরই শান্ত থাকতে বার্তা দিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুণ্ডা। সোমবার কৃষকদের সঙ্গে ‘নিস্ফলা’ বৈঠকের পরে তাঁর বার্তা, “পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে বলে সরকারের কাছে খবর। তাই কৃষকদের সতর্ক থাকতে অনুরোধ করছি। তাঁদের কল্যাণ করতে আগ্রহী সরকার।” তবে কৃষকরা পিছু হঠবেন না, এটাই তাঁদের সাফ বার্তা।

[আরও পড়ুন: ‘রামায়ণ-মহাভারত কাল্পনিক’ বলায় চাকরি গেল শিক্ষিকার! কর্নাটকে তুঙ্গে বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement