shono
Advertisement

খয়রাতির ‘পাগলা লড়াই’ উন্নয়নে বাধা! সরব উপরাষ্ট্রপতি, বিজেপি শুনছে কী?

মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানেও ব্যাপক খয়রাতি করেছে গেরুয়া শিবির।
Posted: 04:55 PM Dec 10, 2023Updated: 04:55 PM Dec 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সার্বিক এবং পরিকাঠামোগত উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে দুর্নীতির পাগলা লড়াই! সরব উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। তাঁর বক্তব্য, মানুষের পকেট শক্তিশালী করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হওয়া উচিত মানুষের মানসিকতার উন্নতি করা।

Advertisement

তাঁর বক্তব্য, সরাসরি আর্থিক সাহায্যের মাধ্যমে কারও পকেট ভরানো হলে সেটা শুধুই নির্ভরতা বাড়ায়। এই যে খয়রাতির রাজনীতি চলছে, খয়রাতির পাগলা লড়াই চলছে, এটা পরিকাঠামোগত উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়। ধনকড়ের মতে, এই লড়াই সরকারি অর্থ খরচের ক্ষেত্রে কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটাই গুলিয়ে দেয়। এই খয়রাতির রাজনীতিই ক্ষুদ্র অর্থনীতির স্থবিরতা নষ্ট করে।

[আরও পড়ুন: কলকাতা ছুঁয়ে দার্জিলিংয়ে সাইবেরিয়ার জোড়া বাঘ! বিনিময়ে বিদেশ পাড়ি রেড পান্ডার

উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান এই কথাগুলি মূলত বিরোধীদের নিশানা করে বলছেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) নিজেও একাধিকবার ‘রেওড়ি’ বিলির সংস্কৃতি নিয়ে সরব হয়েছেন। বিঁধেছেন বিরোধী দলগুলিকে। কিন্তু মজার কথা হল, উপরাষ্ট্রপতি যে পাগলা লড়াইয়ের কথা বলেছেন, সেই লড়াইয়ে এবার শামিল হয়েছে বিজেপিও।

[আরও পড়ুন: চলন্ত ট্রেনে মহিলা যাত্রীর ‘শ্লীলতাহানি’, প্রশ্নের মুখে নিরাপত্তা]

মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের নির্বাচনে খয়রাতির নিরিখে বিজেপি (BJP) টপকে গিয়েছে কংগ্রেসকেও। একের পর এক প্রতিশ্রুতিতে জনতাকে গেরুয়া শিবির এমনভাবে আকৃষ্ট করেছেন যে কংগ্রেসও পেরে ওঠেনি। ধনকড় যখন খয়রাতি নিয়ে এতটা সরব, তখন তাঁর সেই ক্ষোভের সুর বিজেপি শুনছে কি?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement