shono
Advertisement
Yogi Adityanath

৩ লাখেরও বেশি রুফটপ সোলার ইনস্টলেশন, সৌরশক্তি উৎপাদনে নতুন নজির গড়ল যোগীর উত্তরপ্রদেশ

গুজরাট-মহারাষ্ট্রের পরই তৃতীয় স্থানে উত্তরপ্রদেশ।
Published By: Hemant MaithilPosted: 01:09 PM Dec 08, 2025Updated: 01:09 PM Dec 08, 2025

হেমন্ত মৈথিল, লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দূরদর্শী নেতৃত্বে উত্তরপ্রদেশ সৌরশক্তি স্থাপনে এক ঐতিহাসিক নজির গড়ে তুলল। রাজ্যটিতে বর্তমানে ৩,০০,৬৫৪টি রুফটপ সোলার ইনস্টলেশন সম্পূর্ণ হয়েছে। এই বিরাট অর্জনের ফলে ইউপি এখন ভারতে সৌরশক্তি উৎপাদনে প্রথম সারির রাজ্যগুলির অন্যতম। এই রাজ্যের মোট সৌরবিদ্যুৎ ক্ষমতা এখন ১,০৩৮.২৭ মেগাওয়াট। গুজরাট ও মহারাষ্ট্রের পরেই দেশের মধ্যে তৃতীয় স্থানে নিজের জায়গা তৈরি করে নিল উত্তরপ্রদেশ।

Advertisement

রাজ্যে সৌরশক্তি ব্যবহারে ৯,৮৩,৯১৫টি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ইতিমধ্যেই ৩ লাখেরও বেশি ইনস্টলেশন সম্পন্ন হয়েছে। গত আট বছরে যোগী সরকার পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রসারে জোর দিয়েছে। পিএম সূর্য ঘর যোজনা এবং রাজ্যের নতুন সোলার নীতি এই অগ্রগতিতে সাহায্য করেছে। এই উদ্যোগের ফলেই রাজ্যে সৌরশক্তি ব্যবহারে আগ্রহ বেড়েছে। ফলে, হাজার হাজার পরিবার ন্যূনতম মূল্যে বিদ্যুৎ পাচ্ছেন।

সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন গ্রামের মানুষেরা। বিদ্যুতের বিল ব্যাপক অংশে কমেছে। অনেকে গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে বাড়তি রোজগারও করছেন। এই দ্রুত সৌরশক্তির বিস্তার রাজ্যের অর্থনীতিকেও চাঙ্গা করছে। এটি ইউপিকে দেশের অন্যতম প্রধান পুনর্নবীকরণযোগ্য শক্তি বাজারে পরিণত করার পথে এগিয়ে নিয়ে চলেছে। এই সাফল্য রাজ্যের জ্বালানি স্বয়ংসম্পূর্ণতা, পরিবেশ সুরক্ষা এবং অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উত্তরপ্রদেশ সৌরশক্তি স্থাপনে এক ঐতিহাসিক নজির গড়ে তুলল।
  • পিএম সূর্য ঘর যোজনা এবং রাজ্যের নতুন সোলার নীতি এই অগ্রগতিতে সাহায্য করেছে।
  • এই সাফল্য রাজ্যের জ্বালানি স্বয়ংসম্পূর্ণতা, পরিবেশ সুরক্ষা এবং অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক।
Advertisement