shono
Advertisement

‘কৃষ্ণ কিংবদন্তি ইভটিজার’, শুনে চটে লাল বিজেপি

অ্যান্টি রোমিও স্কোয়াডের লজিক মানলে কৃষ্ণকে এই আখ্যাই দিতে হয়। The post ‘কৃষ্ণ কিংবদন্তি ইভটিজার’, শুনে চটে লাল বিজেপি appeared first on Sangbad Pratidin.
Posted: 12:59 PM Apr 02, 2017Updated: 04:28 PM Dec 21, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যোগী আদিত্যনাথ। ক্ষমতায় এলে গড়ে তোলা হবে ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’। কথামতো কাজও করেছেন। আর তা নিয়ে বেজায় সমালোচনা। সে আগুনে ঘি ঢাললেন আইনজীবী প্রশান্ত ভূষণ। তাঁর দাবি, কৃষ্ণও তো একজন কিংবদন্তি ইভটিজার। তাহলে কি অ্যান্টি কৃষ্ণ স্কোয়াড করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী?

Advertisement

মহিলাদের হেনস্তা রোখার উদ্দেশ্য নিয়েই অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি করেছেন যোগী আদিত্যনাথ। যদিও এ বাহিনীর কার্যকলাপ নিয়ে নানা বাড়াবাড়ি হচ্ছে বলেও অভিযোগ উঠছে। যেখানে কোনও হেনস্তার ঘটনা নেই সেখানেও সক্রিয়তার অভিযোগ উঠছে এই স্কোয়াডের বিরুদ্ধে। এমনকী রেহাই পাননি ভাইবোনও। এ নিয়ে পুলিশ কর্মীদের সতর্ক করা হয়েছে। তবে এই বিতর্কের মাত্রা বাড়িয়ে দিলেন প্রশান্ত ভূষণ। তাঁর দাবি, স্বয়ং ভগবান কৃষ্ণ ছিলেন একজন কিংবদন্তি ইভটিজার। তাঁর প্রশ্ন আদিত্যনাথের কি সাহস আছে তাঁর বাহিনীর নাম দেবেন ‘অ্যান্টি কৃষ্ণ স্কোয়াড’? কেন কৃষ্ণ সম্পর্কে এমন দাবি আইনজীবীর? তাঁর দাবি, রোমিও তো একজন নারীকেই ভালবেসেছিল। কৃষ্ণের সম্পর্কে যে গল্প প্রচলিত তা একনারীকেন্দ্রিক নয়। ফলত কৃষ্ণকে তিনি কিংবদন্তি পর্যায়ের ইভটিজার আখ্যা দিতে দ্বিধা করেননি।

এ টুইট করার পরই বেজায় চটেছে বিজেপি। টুইটারে এ নিয়ে রীতিমতো মজা-মশকরা শুরু হয়। অনেকের অভিযোগ হিন্দুদের মতাদর্শেই এর ফলে আঘাত করা হচ্ছে। এরপরই দিল্লির বিজেপির মুখপাত্র তেজিন্দর পাল সিং বগ্গা প্রশান্ত ভূষণের নামে পুলিশে অভিযোগ দায়ের করেন। যদিও পুলিশ এখনও এফআইআর করেনি। তবে দলের তরফে অমিত শাহ থেকে আদিত্যনাথের নজরে আনা হয়েছে পুরো বিষয়টি।

 

যদিও পরে প্রশান্ত ভূষণ জানিয়েছেন, কাউকে আঘাত করার উদ্দেশ্য তাঁর ছিল না। কিন্তু অ্যান্টি রোমিও স্কোয়াডের লজিক মানলে কৃষ্ণকে এই আখ্যাই দিতে হয়।

The post ‘কৃষ্ণ কিংবদন্তি ইভটিজার’, শুনে চটে লাল বিজেপি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার