সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরের অনশন মঞ্চের পাশে 'বিলাসবহুল' ভ্যানিটি ভ্যান। এই গাড়িকে কেন্দ্র করে চরম আকার নিল রাজনৈতিক তরজা। প্রশ্ন উঠতে শুরু করেছে, পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে আমরণ অনশনে বসা প্রশান্ত কিশোরের ঠিক কি প্রয়োজন পড়ল এই বিলাসবহুল গাড়ির। বিতর্ক চরম আকার নিতেই এই বিষয়ে মুখ খুললেন জন সুরাজ পার্টির প্রধান।
বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রশ্নফাঁস ও ব্যাপক কারচুপি অভিযোগ উঠেছে। পরীক্ষা বাতিলের দাবিতে পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে আমরণ অনশনে বসেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। তবে অভিযোগ, সেই অনশন মঞ্চের পাশে প্রশান্ত কিশোর একটি ভ্যানিটি ভ্যান রেখেছেন। যার দাম নাকি ২ কোটি টাকা। দৈনিক এই ভ্যানের ভাড়া পড়ে ২৫ লক্ষ টাকা। এর ভিতরে ঘুমোনোর জন্য আরামদায়ক জায়গার পাশাপাশি রয়েছে রান্নার ব্যবস্থাও। বিনোদনেরও সবরকম আয়োজন রয়েছে এখানে। এই ঘটনায় পিকেকে কটাক্ষ করেছে বিজেপি ও আরজেডি। বিতর্ক চরম আকার নিতেই এবার পালটা মুখ খুললেন প্রশান্ত কিশোর।
এদিন সংবাদ মাধ্যমকে তিনি বলেন, "তিন দিন ধরে আমি অনশন করছি তবে ওই ভ্যানে ঘুমোইনি। যারা এটাকে ইস্যু করছেন তাদের উচিত এখানে এসে এই শীতে একটা রাত কাটানো। আমি এখানে অনশন করছি। আমি যদি শৌচকর্মের জন্য বাড়িতে যাই, তাহলে সাংবাদিকরা প্রশ্ন করবেন আমি খেতে গিয়েছিলাম নাকি ঘুমাতে গিয়েছিলাম।" পাশাপাশি ভ্যানের দাম নিয়ে বিতর্কের জবাব দিয়ে তিনি বলেন, "কেউ কেউ বলেছেন ভ্যানিটি ভ্যানের দাম ২ কোটি টাকা এবং এর ভাড়া প্রতিদিন ২৫ লক্ষ টাকা। যারা এই খবর ছড়াচ্ছেন তাঁদের অনুরোধ করব আমায় ২৫ লক্ষ টাকা দিয়ে ভ্যানটি আপনারা নিয়ে যান। এবং সেই সঙ্গে শৌচকর্ম করার জন্য একটি জায়গা দিয়ে যাবেন। এরা কতটা মুর্খ। গাড়িটির দাম মোট ২৫ লক্ষ টাকা অথচ ওরা বলছে এর দৈনিক ভাড়া নাকি ২৫ লক্ষ।"
একইসঙ্গে প্রশান্ত কিশোর বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার যে সুবিধা ভোগ করেন তা নিয়ে কি প্রশ্ন করতে যান আপনারা। আসলে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করতে এই সব করা হচ্ছে। তবে আপনাদের বলব এসবের চেয়ে বিপিএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের উচিত শিক্ষার্থীদের ন্যায়বিচারের দাবিতে মূল লক্ষ্য করা।"
উল্লেখ্য, গত দু’সপ্তাহের বেশি সময় ধরে বিপিএসসি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। ১৩ ডিসেম্বর থেকে আন্দোলনে নেমেছিলেন চাকরিপ্রার্থীরা। তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলার দাবি জানান। যদিও মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পড়ুয়াদের সেই দাবিকে গুরুত্ব দেননি বলে অভিযোগ। এহেন পরিস্থিতিতে চাকরিপ্রার্থীদের হয়ে সুর চড়ান পিকে। তাঁর নেতৃত্ব পাটনার গান্ধী ময়দান থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশে পদযাত্রা বের করেন পড়ুয়ারা। যেখানে লাঠিচার্জের অভিযোগ অঠে পুলিশের বিরুদ্ধে। সেই ঘটনার পর পরীক্ষা বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার থেকে আমরণ অনশনে বসেন প্রশান্ত কিশোর।