সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মতোই নরেন্দ্র মোদিকেও অপহরণ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? বিতর্কিত প্রশ্ন তুললেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চহ্বন। এই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সোশাল মিডিয়ায়। অনেকেই এই বক্তব্যকে উদ্ভট এবং হাস্যকর বলছেন। যদিও নেটিজেনদের একাংশের মতে, ট্রাম্পকে ভরসা করা কঠিন। কংগ্রেস নেতার বক্তব্যের বিরোধিতা করেছে বিজেপি। গেরুয়া শিবিরে জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারীর মন্তব্য, আর কত নিচে নামবে কংগ্রেস?
দিন দুয়েক আগে ভেনেজুয়েলায় হামলা চালায় আমেরিকা। এরপর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করে তুলে নিয়ে যায় মার্কিন সেনা। এই প্রসঙ্গ টেনে কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চহ্বন প্রশ্ন তুলেছেন, "ভেনেজুয়েলায় যেমন ঘটেছে, তেমনটা কি ভারতেও ঘটতে পারে? ট্রাম্প কি আমাদের প্রধানমন্ত্রীকে অপহরণ করতে পারেন?" সামাজিকমাধ্যমে এর উত্তর দিচ্ছেন অনেকেই।
জম্মু-কাশ্মীরের এক অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক তোপ দেখেছেন কংগ্রেস নেতাকে। তাঁর বক্তব্য, এই মন্তব্য "সমগ্র দেশের জন্য অপমানজনক।" কেউ বলছেন চহ্বনের 'মাথা খারাপ', কারও মতে 'অশিক্ষিত', কেউ 'বোকা' বলেও তোপ দেগেছেন। অধিকাংশ নেটিজেনের বক্তব্য, পরমাণু শক্তিধর ভারতের সম্পর্কে এমন কথা প্রযোজ্য নয়। এই বিষয়ে বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী বলেন, দিন দিন নিচে নামছে কংগ্রেস। পৃথ্বীরাজ চহ্বনের এই মন্তব্যে কংগ্রেসর দেশবিরোধী মানসিকতার উদাহরণ।
প্রসঙ্গ, দু’দিন আগে গভীর রাতে মাদুরোকে অপহরণ করে আমেরিকা। ভেনেজুয়েলায় মাত্র দু’ঘণ্টার অভিযানে প্রেসিডেন্টের বাসভবন তাঁকে তুলে নিয়ে গিয়ে বন্দি করা হয়। একজন রাষ্ট্রপ্রধানকে রাতারাতি অপহরণ করা নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্বের বহু দেশ। অন্যদিকে আমেরিকার 'দাদাগিরি' কথা উঠছে। তুলনায় দুর্বল রাষ্ট্রের উপর সবল রাষ্ট্রের মাৎস্যায়কে মার্কিন সাম্রাজ্যবাদ হিসাবেই দেখছেন অনেকে।
