shono
Advertisement
Priyanka Gandhi

সংসদে 'প্যালেস্টাইন ব্যাগ' নিয়ে প্রিয়াঙ্কা, 'খবরে থাকার চেষ্টা', তোপ বিজেপির

গাজায় 'গণহত্যা' নিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তোপ দেগেছিলেন সোনিয়া-কন্যা।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 04:34 PM Dec 16, 2024Updated: 05:02 PM Dec 16, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রবেশ প্রিয়াঙ্কা গান্ধীর। যা নিয়ে সদ্য নির্বাচিত কংগ্রেস সাংসদকে নিশানা করতে ছাড়ল না বিজেপি। খবরের থাকার চেষ্টা বলে তোপ দেগেছে গেরুয়া শিবির। কয়েকদিন আগেই গাজায় 'গণহত্যা' নিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন সোনিয়া-কন্যা। এবার বিশেষ ব্যাগ কাঁধে নিয়ে প্যালেস্তিনীয়দের সমর্থনে বার্তা দিলেন তিনি।

Advertisement

গত বছরের ৭ অক্টোবর ইজরায়েলের বুকে বেনজির হামলা চালিয়েছিল প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাস। যার বদলা নিয়ে গাজায় যুদ্ধ ঘোষণা করে দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তারপর থেকেই গাজায় জারি রয়েছে মৃত্যুমিছিল। প্রথম থেকেই প্যালেস্তিনীয়দের দুর্দশা নিয়ে সরব হয়েছেন প্রিয়াঙ্কা। ওয়ানাড়ের সাংসদ নির্বাচিত হওয়ার পর প্রথম সংসদ অধিবেশনেও ইজরায়েলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। আজ সোমবার তাঁকে দেখা যায় বিশেষ এক ব্যাগ কাঁধে নিয়ে সংসদে ঢুকতে। যা নজরে কাড়ে সকলের। ব্যাগটিতে বড় বড় অক্ষরে লেখা প্যালেস্টাইন। এর ঠিক নিচেই আঁকা রয়েছে একটি তরমুজ। যা প্যালেস্তিনীয়দের প্রতি সংহতির প্রতীক।

এই ব্যাগকে হাতিয়ার করেই প্রিয়াঙ্কাকে কটাক্ষ করেন বিজেপি সাংসদ গুলাম আলি খাতনা। সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "খবরে আসার জন্য অনেকে এমন কাজ করেন। সাধারণ মানুষ প্রত্যাখ্যান করলে মানুষ এরকমই পথ অনুসরণ করে থাকেন।" গত জুলাই মাসে নেতানিয়াহুকে তোপ দেগে প্রিয়াঙ্কা বলেছিলেন, "গাজায় গণহত্যা চালাচ্ছে ইজরায়েলি সরকার। এখনই তাঁদের এই অভিযান বন্ধ করা উচিত। নৈতিক দায়িত্ব সম্পন্ন সকল ব্যক্তিদের এমনকী ইজরায়েলের নাগরিক যারা ঘৃণা-হিংসার বিপক্ষে, সকলের উচিত নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। এই যুদ্ধকে বর্বরতা ও সভত্যার মধ্যে লড়াই বলেছিলেন নেতানিয়াহু। কিন্তু তাঁর সরকারই বর্বরতা করছে।" কয়েকমাস আগে মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছিলেন নেতানিয়াহু। বক্তব্য রাখার পর উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছিলেন আমেরিকার আইনসভার সদস্যরা। এনিয়েও সরব হন প্রিয়াঙ্কা।

এর আগেও গাজা যুদ্ধে প্যালেস্তিনীয়দের সমর্থন করা নিয়ে কংগ্রেস নেত্রীকে একহাত নিয়েছিল গেরুয়া শিবির। বিজেপির বক্তব্য ছিল, প্যালেস্টাইনের প্রতি সহানুভূতি দেখিয়ে মেরুকরণের রাজনীতি করছেন প্রিয়াঙ্কা। তিনি আসলে মুসলিম ভোট টানার চেষ্টা করছেন। কিন্তু এই মন্তব্যে মাথা ঘামাননি সোনিয়া-কন্যা। গত সপ্তাহেই তিনি দেখা করেন দিল্লির প্যালেস্টাইনের দূতাবাসে রাষ্ট্রদূত এলরাজেগ আবু জাজেরের সঙ্গেও দেখা করেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রবেশ প্রিয়াঙ্কা গান্ধীর।
  • যা নিয়ে সদ্য নির্বাচিত কংগ্রেস সাংসদকে নিশানা করতে ছাড়ল না বিজেপি।
  • খবরের থাকার চেষ্টা বলে তোপ দেগেছে গেরুয়া শিবির।
Advertisement