shono
Advertisement
MK Stalin

'স্কুলপাঠ্যে নবি মহম্মদ', বলছেন স্ট্যালিন, ভোটের আগে তোষণের রাজনীতি?

'নবি মহম্মদ বিশ্বশান্তি ও ভ্রাতৃত্বের বার্তা দিয়েছেন', দাবি স্ট্যালিনের।
Published By: Amit Kumar DasPosted: 04:53 PM Sep 22, 2025Updated: 04:53 PM Sep 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলপাঠ্যে নবি মহম্মদের মতাদর্শ পড়ানোর দাবি তুলেছিলেন তামিলনাড়ুর এসডিপিআই নেতা নেল্লাই মুবারক। মুসলিম নেতার সেই আর্জিকে মান্যতা দিলেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। রবিবার এই প্রসঙ্গে তিনি জানালেন, 'ইতিমধ্যেই সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে মহম্মদ।' শুধু তাই নয়, মহম্মদ জয়ন্তী উপলক্ষে এক জনসভায় উপস্থিত হয়ে তিনি জানালেন, মুসলিম সম্প্রদায়ের স্বার্থরক্ষায় সর্বদা তাঁদের পাশে থাকবেন তিনি।

Advertisement

সম্প্রতি চেন্নাইয়ে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুসলিম সম্প্রদায়ের প্রশংসা করে স্ট্যালিন বলেন, "নবি মহম্মদ বিশ্বশান্তি ও ভ্রাতৃত্বের বার্তা দিয়েছেন। তামিল সমাজ সংস্কারক পেরিয়ার ইভি রামাস্বামী, সিএন আন্নাদুরাই এবং এম করুণানিধির মতো নেতৃত্বের আদর্শের সঙ্গে যা মিলে যায়। মহম্মদের ১৫০০তম জন্মবার্ষিকী উপলক্ষে, আমাদের উচিত তাঁর সেই বার্তা অনুসরণ করা।'' একইসঙ্গে জানান, "ডিএমকে সর্বদা সংখ্যালঘুদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। যখনই মুসলিম সম্প্রদায় বা অন্যান্য সংখ্যালঘুরা কোনও সমস্যার মুখোমুখি হবে, ডিএমকে তাদের সুরক্ষার শক্তিশালী দুর্গ হয়ে সামনে দাঁড়াবে।"

এপ্রসঙ্গেই স্ট্যালিন জানান, "এসডিপিআই নেতা নেল্লাই মুবারক নবি মহম্মদকে সিলেবাসের অন্তর্ভুক্ত করার আর্জি জানিয়েছিলেন আমার কাছে। আমি আনন্দের সঙ্গে জানাতে চাই, যে এটি মহম্মদ ইতিমধ্যেই তামিলনাড়ুর সিলেবাসে অন্তর্ভুক্ত।" এর সঙ্গেই কেন্দ্রে বিজেপি সরকারের নেতৃত্বে ওয়াকফ আইন সংশোধন, সিএএ, তিন তালাক বাতিলের মতো ঘটনাকে মুসলিমদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে তোপ দাগেন স্ট্যালিন।

ভোটের আগে স্ট্যালিনের এহেন বয়ান সামনে আসার পর কার্যত ঝড় উঠেছে তামিলনাড়ুর রাজনীতিতে। বিজেপি ও এআইডিএমকে স্ট্যালিনের মন্তব্যকে ভোট ব্যাঙ্কের রাজনীতি বলে অভিযোগ করেছেন। বিরোধীদের অভিযোগ, 'স্ট্যালিন ধর্মের ভিত্তিতে সমাজকে বিভক্ত করার চেষ্টা করছেন। ডিএমকে যে সর্বদা তোষণের রাজনীতি করে এটাই তার উল্লেখযোগ্য উদাহরণ।' শুধু তাই নয়, 'এই ঘটনাকে ভোটব্যাঙ্কের রাজনীতি বলে তোপ দেগে এআইডিএমকের অভিযোগ, 'ডিএমকে সংখ্যালঘুদের ভোট ব্যাঙ্ক ছাড়া অন্য কিছু ভাবে না। তাঁদের ভালোর জন্য ওনার কাছে কোনও সুনির্দিষ্ট নীতি নেই।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্কুলপাঠ্যে নবি মহম্মদের মতাদর্শ পড়ানোর দাবি তুলেছিলেন তামিলনাড়ুর এসডিপিআই নেতা নেল্লাই মুবারক।
  • মুসলিম নেতার সেই আর্জিকে মান্যতা দিলেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।
  • রবিবার এই প্রসঙ্গে তিনি জানালেন, 'ইতিমধ্যেই সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে মহম্মদ।'
Advertisement