সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘গোপন কথাটি রবে না গোপনে’। আজকের দিনে অবশ্য গোপন কথাটি গোপনে রাখতে চান না অনেকেই। বরং প্রকাশ্যেই নিজেদের সম্পর্ক নিয়ে সোচ্চার হন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা অভিনব সব ‘প্রেম নিবেদনের’ ভিডিও সেদিকেই ইঙ্গিত করে। এইরকমই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে পছন্দের পুরুষকে প্রেম নিবেদন করতে কেদারনাথ মন্দির চত্বরকেই বেছে নিয়েছেন এক তরুণী। ভিডিওটি ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
ঠিক কী দেখা গিয়েছে ভাইরাল হওয়া সেই ভিডিওতে? যেখানে দেখা গিয়েছে, এক যুগল কেদারনাথ মন্দির চত্বরে দাঁড়িয়ে রয়েছেন। দু’জনের পোশাকেও রয়েছে মিল। একজনের পরনে হলুদ রঙের পাঞ্জাবি ও অন্যজনের পরনে হলুদ রঙের শাড়ি। তরুণটি হাতজোড় করে প্রার্থনা করছেন। এর মাঝেই হঠাৎ করে তরুণীটি একটি আংটির বাক্স খুলে হাঁটু মুড়ে তরুণের সামনে বসে পড়েন। তরুণীকে দেখে প্রথমে হতচকিয়ে যায় সেই তরুণ। তারপরই আবেগঘন হয়ে পড়েন দু’জনে। মন্দির প্রাঙ্গনেই গভীর আলিঙ্গনে আবদ্ধ হন তাঁরা। তরুণীর এই কাণ্ডে আশপাশের লোকজনেরাও অবাক হয়ে যান। অনেকেই গোটা ঘটনা নিজেদের ফোনে রেকর্ড করে নেন।
কেদারনাথের ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তুঙ্গে ওঠে বিতর্ক। কেউ কেউ প্রশ্ন তোলেন ধর্মীয় স্থানে কেন মোবাইল ফোন ব্যবহার করার অনুমতি দেওয়া হয়। ক্ষোভ উগরে দেন মন্দিরের পুরোহিতরা। তাঁদের বক্তব্য, “এই ধরনের ঘটনা পবিত্র স্থানে নেতিবাচক প্রভাব ফেলে।” বদ্রিনাথ-কেদারনাথ মন্দিরের একটি কমিটি পুলিশকে চিঠি দিয়ে লিখিত অভিযোগ জানায়। সেই চিঠিতে বলা হয়েছে, অনেক ইউটিউবার, ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা মন্দির চত্বরে নানা রকম ভিডিও করেন। তাঁদের অভিযোগ এই ভিডিওগুলি দেশ-বিদেশের ভক্তদের ভাবাবেগে আঘাত করে। যারা এই ধরনের কাজ করেন পুলিশ যেন তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে।
[আরও পড়ুন: বিবাহিত প্রেমিকার সঙ্গে সহবাস, অন্তঃসত্ত্বা হতেই পাথর দিয়ে থেঁতলে খুন করলেন প্রেমিক!]
তবে এই ভিডিও নিয়ে টুইটারে (Twitter) নানা তর্কবিতর্ক দানা বেঁধেছে। অনেকেই ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন। কেউ কেউ বলেছেন ওই ভিডিও এমন কিছু ছিল না যা অসম্মানজনক। অন্যদিকে অনেকেই প্রশ্ন তুলেছেন বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য মন্দির কি আদৌ সঠিক জায়গা?
[আরও পড়ুন: যাত্রী নেই বন্দে ভারত এক্সপ্রেসে! একাধিক রুটে ভাড়া কমানোর পথে রেল]