সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিবাদের গড় বলে পরিচিত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়েই (JNU) নিষিদ্ধ হল বিক্ষোভ। ক্যাম্পাসের একাধিক এলাকায় কোনও বিক্ষোভ বা প্রতিবাদ কর্মসূচি পালন করা যাবে না বলে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিয়ম না মানলে বহিষ্কার করা হতে পারে পড়ুয়াদের। এমন নির্দেশের তীব্র প্রতিবাদ করেছে জেএনইউয়ের স্টুডেন্টস ইউনিয়ন। তবে কর্তৃপক্ষের দাবি, শিক্ষার পরিবেশ বজায় রাখতেই এই পদক্ষেপ।
ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকাগুলোতে প্রতিবাদ কর্মসূচির উপরে নিষেধাজ্ঞা ছিল। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, এই ভবনের ১০০ মিটার পর্যন্ত কোনও বিক্ষোভ দেখানো যেত না। কিন্তু নতুন নির্দেশিকা অনুযায়ী, ক্লাসরুম বা ল্যাবের ১০০ মিটার এলাকায় প্রতিবাদ কর্মসূচি করা যাবে না। যেকোনও শিক্ষামূলক ভবনের ক্ষেত্রেই প্রযোজ্য এই নিয়ম।
[আরও পড়ুন: সিবিআই কর্তার সঙ্গে বৈঠকে এফবিআই প্রধান, নজরে খলিস্তান ইস্যু?]
নয়া নির্দেশিকা না মানলে কড়া শাস্তির মুখে পড়তে হবে ভারতের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। বহিষ্কার করা হতে পারে তাঁদের। সেই সঙ্গে ২০ হাজার টাকার জরিমানাও ভুগতে হতে পারে। ক্যাম্পাসের মধ্যে দেশবিরোধী কাজ করলেও জরিমানা হবে ১০ হাজার টাকা। একই শাস্তি ভুগতে হবে কোনও সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করলেও।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অক্টোবর মাসে দেশবিরোধী স্লোগান তোলা হয়েছিল ক্যাম্পাসের অন্দরে। সেই ঘটনার তদন্তের পরেই নতুন নির্দেশ দেওয়া হয়েছে। তার পরেই এই নির্দেশ প্রত্যাহার করার দাবিতে সরব হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদ। তবে কর্তৃপক্ষের দাবি, শান্তি বজায় রাখতে নয়া নির্দেশিকা খুবই গুরুত্বপূর্ণ। ক্যাম্পাসের অন্দরেই বেশ কিছু জায়গা রয়েছে যেখানে প্রতিবাদ করতে পারেন পড়ুয়ারা। উল্লেখ্য, বাম দলের প্রাধান্য থাকা বিশ্ববিদ্যালয়টিতে একাধিকবার বড় মাপের বিক্ষোভ ও প্রতিবাদ হয়েছে। তবে এবার সেসবের উপরে রাশ টানতে বদ্ধপরিকর কর্তৃপক্ষ।