shono
Advertisement
Rahul Gandhi

'রাজ্যকে নিয়ন্ত্রণ করতে রাজ্যপালদের ব্যবহার করছে কেন্দ্র', স্ট্যালিনের পাশে দাঁড়িয়ে অভিযোগ রাহুলের

'যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর মারাত্মক আক্রমণ', তোপ রাহুলের।
Published By: Subhajit MandalPosted: 08:23 PM May 21, 2025Updated: 08:23 PM May 21, 2025

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: রাজ্যপালদের সামনে রেখে রাজ্যের ওপর আঘাত হানছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। রাজ্যের কণ্ঠরোধ ও নির্বাচিত সরকারের ওপর আঘাত হানার জন্য ব্যবহার করা হচ্ছে রাজ্যপালদের। এমনটাই অভিযোগ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

Advertisement

বুধবার তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, কেন্দ্রের এই প্রবণতা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর মারাত্মক আক্রমণ। বৈচিত্রর মধ্যে ঐক্য ভারতবর্ষকে শক্তিশালী করেছে। এবং রাজ্যগুলির নিজস্ব বক্তব্য রাখার অধিকার রয়েছে। কেন্দ্র সেই অধিকারে হস্তক্ষেপ করছে।

বুধবার রাহুল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বক্তব্য তুলে ধরে কেন্দ্রকে আক্রমণ শানান। তিনি জানান, সংবিধান ও দেশের শীর্ষ আদালত রাজ্য ও কেন্দ্রের অধিকার স্পষ্ট করে দেওয়া দিয়েছে। কিন্তু কেন্দ্র সেই অধিকারের বাইরে গিয়ে রাজ্যগুলির বিরুদ্ধে আক্রমণ নামিয়ে আনছে। আর সেজন্য বারবার রাজ্যপালদের ব্যবহার করা হচ্ছে। তামিলনাড়ুর ঘটনা যেখানে রাজ্যপাল নির্বাচিত সরকারের কাজে হস্তক্ষেপ করে বাধা সৃষ্টি করছে এটাই সবচেয়ে বড় উদাহরণ।

সম্প্রতি স্ট্যালিন অভিযোগ করেন, রাজ্যপালকে দিয়ে কেন্দ্র নির্বাচিত সরকারকে নিয়ন্ত্রণ করতে চাইছে। এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। রাহুল গান্ধী তার এক্স হ্যান্ডেলের পোস্টে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর প্রসঙ্গও উল্লেখ করেন। তামিলনড়ুর রাজ্যপাল আরএন রবির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন স্ট্যালিন। তাঁর বক্তব্যকেই সমর্থন করলেন রাহুল। আসলে সামনে তামিলনাড়তে ভোট। নির্বাচনের আগে তাই জোটসঙ্গীর পাশে দাঁড়িয়ে ঐক্যের বার্তা দিলেন বিরোধী দলনেতা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজ্যপালদের সামনে রেখে রাজ্যের ওপর আঘাত হানছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার।
  • রাজ্যের কণ্ঠরোধ ও নির্বাচিত সরকারের ওপর আঘাত হানার জন্য ব্যবহার করা হচ্ছে রাজ্যপালদের।
  • এমনটাই অভিযোগ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
Advertisement