সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতির দুনিয়ায় নতুন সংযোজন ‘হাইপারলুপ’ ট্রেন। যা মাত্র ৩০ মিনিটে দিল্লি থেকে জয়পুরে পৌঁছে দেবে! নেপথ্যে এই ট্রেনের অবিশ্বাস্য গতিবেগ---ঘণ্টায় ১১০০ কিলোমিটার। ইতিমধ্যে রেল মন্ত্রকের সহযোগিতায় ৪২২ মিটার দীর্ঘ ‘হাইপারলুপ’ লাইন তৈরি করে ফেলেছে আআইটি মাদ্রাজ। খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ‘হাইপারলুপ’ লাইনের ছবি সমাজমাধ্যমে প্রকাশ করেছেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে বিপ্লব আসবে ভারতীয় রেল পরিষেবায়।
সুপারফাস্ট ইলেক্ট্রিক ট্রেনের গতিবেগ ঘণ্টায় দেড়শো থেকে ২০০ কিলোমিটার। একটি বুলেট ট্রেনের সর্বাধিক গতি ঘণ্টায় ৪৫০ কিলোমিটার। যদিও গতির যুদ্ধে তাকেও অনেকে পিছনে ফেলে দিয়েছে ‘হাইপারলুপ’ট্রেন। এই ট্রেনের গতি হবে ঘণ্টায় ১১০০ কিলোমিটার। মাত্র ৩০ মিনিটেই ৩৫০ কিলোমিটার অতিক্রম করার ক্ষমতা রাখে ‘হাইপারলুপ’ এই পদ্ধতি। কীভাবে এই প্রযুক্তি কাজ করে?
জানা গিয়েছে, একটি লো-প্রেসার টিউবের মধ্যে দিয়ে চলে এই সুপারফাস্ট ইলেক্ট্রিক ট্রেন। সাধারণ ট্রেনের মতো একাধিক কামরা নয়, বরং একটিমাত্র কামরা থাকে। চৌম্বক শক্তি এবং বিপুল গতির কারণে কামরাটি লাইন থেকে খানিকটা উপরে উঠে যায়। চমকে দেওয়া গতির কারণ, যে টিউবের মধ্যে দিয়ে ট্রেনটি চলে, সেটিতে কোনও বাতাস থাকে না। এই কারণে বায়ুমণ্ডলের স্বাভাবিক বাঁধাও থাকে না। ফলে মাত্র ছাড়ায় গতি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, পরিবহণ এবং গতির দুনিয়ায় 'হাইপারলুপ' ট্রেন এক যুগান্তকারী পরিবর্তন আনবে।