shono
Advertisement
Rajasthan

মহিলা সহকর্মীকে ধর্ষণের অভিযোগ, 'ডবল ইঞ্জিন' রাজস্থানে গ্রেপ্তার ৩ পুলিশকর্মী

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওই মহিলা কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
Published By: Anustup Roy BarmanPosted: 05:56 PM Jan 08, 2026Updated: 06:53 PM Jan 08, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি শাসিত রাজস্থানে ফের অত্যাচারের শিকার মহিলা। এবার এক সাব-ইন্সপেকটর সহ চার পুলিশ কর্মী গ্রেপ্তার। থানার ভিতরের এক মহিলা কর্মীকে ধর্ষণের অভিযোগ।

Advertisement

জানা গিয়েছে, রাজস্থানের চুরু জেলায় এক মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চারজন। অভিযুক্ত চারজনের মধ্যে একজন সাব-ইন্সপেকটর-সহ দুই পুলিশ কর্মী রয়েছেন এবং রয়েছেন অপর একজন। সিদ্ধমুখ থানার এসএইচও ইমরান খান জানিয়েছেন, চুরুর পুলিশ সুপারিনটেনডেন্টের কাছে দায়ের করা অভিযোগে ওই মহিলা কনস্টেবল জানিয়েছেন, ২০১৭ সালে সর্দারশহর থানায় কর্মরত অবস্থায় চারজন পুরুষ সহকর্মী তাঁকে যৌন নির্যাতন করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে, ওই চারজনের বিরুদ্ধে সিদ্ধমুখ থানায় মামলা রুজু করা হয়।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাব-ইন্সপেক্টর সুভাষ। জানা গিয়েছে তিনি ওই ঘটনার সময় সর্দারশহর থানার এসএইচও ছিলেন। আরও দুই পুলিশ কর্মী হলেন, রবীন্দ্র এবং জয়বীর। তাঁরা ওই থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ভিক্কি নামে আরেকজন ব্যক্তি এই মামলার চতুর্থ অভিযুক্ত।

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওই মহিলা কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এসএইচও বলেন, "মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত করা হচ্ছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজস্থানে ফের অত্যাচারের শিকার মহিলা।
  • এক সাব-ইন্সপেকটর সহ চার পুলিশ কর্মী গ্রেপ্তার।
  • মহিলা কর্মীকে ধর্ষণের অভিযোগ।
Advertisement