shono
Advertisement
Babri Masjid Demolition

বাবরি ধ্বংসের দিনেই 'শৌর্য দিবস' পালন, নির্দেশ দিয়েও প্রত্যাহার রাজস্থান সরকারের

রাজ্যজুড়ে বিরোধীতার মুখেই এমন সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল।
Published By: Anustup Roy BarmanPosted: 09:47 AM Dec 01, 2025Updated: 01:24 PM Dec 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১২ ঘণ্টাতেই অবস্থান বদল। নির্দেশ দিয়েও ফিরিয়ে নিল রাজ্য সরকার। রাজস্থানের স্কুলগুলিতে ৬ ডিসেম্বর পালন হবে না শৌর্য দিবস। রাজস্থান সরকারের শিক্ষামন্ত্রী এই কথা ঘোষণা করেছেন। রাজ্যজুড়ে বিরোধীতার মুখেই এমন সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement

জানা গিয়েছে, ভজনলাল শর্মার সরকার প্রাথমিকভাবে রাজ্যের স্কুলগুলিকে ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনটি শৌর্য দিবস হিসেবে পালনের নির্দেশ দেয়। এই দিনে বিভিন্ন অনুষ্ঠান করার কথাও জানানো হয়। এর মধ্যে রয়েছে রাম মন্দির আন্দোলনের বিষয়ে বক্তৃতা এবং প্রবন্ধ, অযোধ্যা মন্দিরের বিষয়ে পোস্টার তৈরি। পাশাপাশি দেশাত্মবোধক গান এবং পৌরাণিক ঘটনা এবং "ভারতের নায়কদের" নিয়ে বিভিন্ন পরিবেশনার মাধ্যমে দিনটি উদযাপনের নির্দেশ দেওয়া হয়। যদিও নির্দেশের দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা ফিরিয়ে নেওয়া হয়।

নতুন নির্দেশে বলা হয়, ৫ এবং ৬ ডিসেম্বর পুর্বনির্ধারিত পরীক্ষা থাকায়, এই সময়ে স্কুলগুলি কোনও অনুষ্ঠান আয়োজন করতে পারবে না। সেই কারণেই শৌর্য দিবসের অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হচ্ছে।

এই নির্দেশের পরেই প্রবল বিরোধীতার মুখে পরে রাজস্থান সরকার। দ্রুত বিজেপির বিরুদ্ধে আক্রমণ শাণায় কংগ্রেস। প্রাক্তন মন্ত্রী প্রতাপ সিং খাচারিয়ার অভিযোগ, রাজ্য বর্তমানে বেকারত্ব, ক্রমবর্ধমান দুর্দশা এবং আইন-শৃঙ্খলার উদ্বেগজনক পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করছে, এই অবস্থায় প্রশাসনের এমন নির্দেশ আসলে আসল সমস্যা থেকে মানুষের চোখ ঘোরানোর চেষ্টা। বিভিন্ন সামাজিক সংগঠনের তরফেও এই সিদ্ধান্তের বিরোধীতা করা হয়। এই নির্দেশকে বিপদজনক এবং সংবিধান বিরোধী বলে দাবি করেন তাঁরা। তাঁদের দাবি, শুধুমাত্র নির্দেশ ফিরিয়ে নিলেই হবে না, সরকারকে এটা স্পষ্ট করে জানাতে হবে আগামী দিনেও তাঁরা এই ধরনের কোনও কাজের পরিকল্পনা করবে না। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১২ ঘণ্টাতেই অবস্থান বদল।
  • ৬ ডিসেম্বর পালন হবে না শৌর্য দিবস।
  • রাজস্থান সরকারের শিক্ষামন্ত্রী এই কথা ঘোষণা করেছেন।
Advertisement