shono
Advertisement

শহিদ জওয়ানদের পরিবারকে ১ কোটির সাহায্য দেবে কেন্দ্র

ঘোষণা করলেন রাজনাথ সিং৷ The post শহিদ জওয়ানদের পরিবারকে ১ কোটির সাহায্য দেবে কেন্দ্র appeared first on Sangbad Pratidin.
Posted: 05:02 PM May 20, 2017Updated: 11:32 AM May 20, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাও দমনেই হোক কিংবা সন্ত্রাস জর্জরিত কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানো, সর্বত্রই আধাসেনা জওয়ানদের বলিদান অতুলনীয়৷ সম্প্রতি, সুকমায় মাওবাদীদের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারিয়েছিলেন ২৫ সিআরপিএফ জওয়ান৷ তাই এবার প্রত্যেক শহিদ আধাসেনা জওয়ানের পরিবারকে ১ কোটি টাকার সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ এছাড়াও শনিবার তিনি জানিয়েছেন আধাসেনার ৩৪ হাজার কনস্টেবল পদকে উন্নীত করে হেড কনস্টেবল করা হয়েছে৷

Advertisement

 

 

[প্রবল গরমে এক অভিনব কাণ্ড ঘটালেন এই ব্যক্তি, ভাইরাল ভিডিও]

এদিন নাথুলায় শেরথাং বর্ডার আউটপোস্টে ‘ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ’ (আইটিবিপি) জওয়ানদের ‘সৈনিক সম্মেলনে’ বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ দেশের সুরক্ষায় জওয়ানদের বলিদানের কথা উল্লেখ করে তিনি বলেন, সমস্ত দেশ জওয়ানদের নিয়ে গর্বিত৷ শহিদ জওয়ানদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করে রাজনাথ বলেন, “জওয়ানদের বলিদানের দাম টাকা দিয়ে মাপা যায় না৷ তবুও জওয়ানদের পরিবার বর্গের যাতে কোনও অসুবিধা না হয় সে বিষয়ে লক্ষ রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷” এদিন সিক্কিমে ভারত-চিন সীমান্তের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিয়ে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী৷

 

[জন্মদিনেও সেঞ্চুরি! জোড়া কেক কাটলেন যমজ বোন]

এদিন তেজ বাহাদুর যাদবের প্রসঙ্গ টেনে রাজনাথ সিং জওয়ানদের উদ্দেশ্যে আর্জি জানিয়ে বলেন, জওয়ানরা স্বরাষ্ট্রমন্ত্রকের মোবাইল অ্যাপে নিজেদের সমস্যার কথা জানাতে পারেন৷ উল্লেখ্য, জম্মু ও কাশ্মীর, সিকিম, হিমাচলপ্রদেশ, অরুণাচলপ্রদেশ ও উত্তরাখণ্ড মিলিয়ে ভারত-চিন সীমান্তের দৈর্ঘ্য প্রায় ৩,৪৮৮ কিমি৷ দীর্ঘদিন ধরে সীমান্ত নিয়ে বিবাদ চলছে দুই দেশের মধ্যে৷ ওই সীমানার সুরক্ষায় রয়েছে আইটিবিপি৷ প্রায় ১৭০টি বর্ডার আউটপোস্ট বানিয়ে দেশের সীমানায় নজরদারি রাখছে জওয়ানরা৷

[সমাধির কাছে যান বিক্রম, চায় না সনিকার পরিবার]

The post শহিদ জওয়ানদের পরিবারকে ১ কোটির সাহায্য দেবে কেন্দ্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement