shono
Advertisement

‘সন্ত্রাস দমনে একসঙ্গে লড়তে হবে’, পাক মন্ত্রীর উপস্থিতিতে SCO সম্মেলনে বার্তা রাজনাথের

সোশ্যাল মিডিয়া ব্যবহার করে শক্তিশালী হচ্ছে জঙ্গি সংগঠনগুলি, আশঙ্কা রাজনাথের।
Posted: 02:39 PM Apr 28, 2023Updated: 02:39 PM Apr 28, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়তে হবে, এসসিও বৈঠকে এমনই বার্তা দিলেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। শুক্রবার দিল্লিতে শুরু হয়েছে এসসিও (SCO) সদস্যভুক্ত দেশগুলির প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলন। ভারচুয়ালি সেখানে যোগ দেন পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষামন্ত্রী। তাঁর উপস্থিতিতেই সন্ত্রাসদমন প্রসঙ্গে নাম না করে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন রাজনাথ।

Advertisement

শুক্রবার বৈঠকের শুরুতেই সভাপতির ভাষণ দেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী। সেখানে বলেন, ” সন্ত্রাস দমন করতে গেলে সদস্য দেশগুলিকে একজোট হয়ে লড়াই করতে হবে। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এখন নিজেদের আদর্শ ছড়িয়ে দিচ্ছে সন্ত্রাসবাদী সংগঠনগুলি। এমনকি অর্থ সংগ্রহের জন্য সাধারণ মানুষের থেকে চাঁদাও তুলছে তারা। এসসিওকে যদি শক্তিশালী করে তুলতে হয়, তাহলে সমস্ত দেশগুলিকে একসঙ্গে কাজ করতে হবে।” 

[আরও পড়ুন: শুধু অভিষেককে জেরার মামলা সরেছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাত থেকে: বিকাশ ভট্টাচার্য]

প্রসঙ্গত, কয়েকদিন আগেই দেখা গিয়েছিল পেশোয়ারে চাঁদা তুলছে পাক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদ। এছাড়াও পাক অধিকৃত কাশ্মীরেও জঙ্গিদের চাঁদা তুলতে দেখা গিয়েছে। আগেও একাধিকবার নানা জঙ্গি সংগঠনকে সাহায্য করার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। এবার এসসিওর মঞ্চে সেই বিষয়টি তুলে ধরা হল ভারতের তরফে। নাম না করে পাকিস্তানের কার্যকলাপের বিরুদ্ধে এবার এসসিও দেশগুলিকে একজোট হওয়ার বার্তা দিলেন রাজনাথ।

বৈঠকের পরে টুইট করেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, “নিজেদের চিন্তাভাবনাগুলি সকলের সামনে তুলে ধরতে এসসিও এক আদর্শ মঞ্চ। সদস্য দেশগুলি কী ধরনের সমস্যার মধ্যে রয়েছে, তাও আলোচনা করা যায়। আগামী দিনের সমস্যা কীভাবে সমাধান করা যেতে পারে, সেই মতামত পেশ করা যায় এই মঞ্চে।”

[আরও পড়ুন: দ্বাদশ শ্রেণিতে মাত্র ৭৫ শতাংশ নম্বর, ভাড়াটিয়াকে সটান নাকচ করলেন বাড়িওয়ালা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement