shono
Advertisement
Rajnath Singh

অপারেশন সিঁদুর শেষ? পাকিস্তান ফের বেগড়বাই করলে কী জবাব? সংসদে উত্তর রাজনাথের

সোমবার অপারেশন সিঁদুর নিয়ে সংসদে বিশেষ আলোচনা হয়।
Published By: Gopi Krishna SamantaPosted: 03:41 PM Jul 28, 2025Updated: 04:07 PM Jul 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও শেষ হয়নি অপারেশন সিঁদুর। আপাতত স্থগিত রাখা হয়েছে এই অপারেশন। পাকিস্তানের মাটি ব্যবহার করে সন্ত্রাসীরা ফের মাথাচারা দিলে প্রয়োজনে আবার গুড়িয়ে দেওয়া হবে জঙ্গি ঘাঁটি। সোমবার অপারেশন সিঁদুর নিয়ে সংসদে বিশেষ আলোচনা চলাকালীন এমনই হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি কোনও তৃতীয় পক্ষের চাপ নয়, পাকিস্তানের কাতর আকুতিতেই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানালেন তিনি।

Advertisement

এদিন অপারেশন সিঁদুর নিয়ে বলতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, “পহেলগাঁওয়ে ধর্ম দেখে দেখে নিরীহ পর্যটকদের হত্যা করা হয়েছিল। তারই বদলা নিয়েছে দেশের বীর সেনা জওয়ানরা। জঙ্গিরা যে ভাষা বোঝে, সেই ভাষাতেই জবাব দেওয়া হয়েছে তাদের।” রাজনাথ সিং জানান, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পরই পাকিস্তানের DGMO কে পুরো ঘটনা জানান ভারতের DGMO। যদিও এরপরেই ভারতের একাধিক জায়গা টার্গেট করে মিসাইল, ড্রোন হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। যা রূখে দেয় দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

সংসদে রাজনাথ বলেন, “পহেলগাঁও হামলার বদলায় মাত্র ২২ মিনিটে জঙ্গিদের ঘরে ঢুকে মেরেছে সেনা। অপারেশন সিঁদুরে ঘাবড়ে গিয়ে হামলা চালায় পাকিস্তান। ১০ মে রাতে পাকস্তান মিশাইল ছোড়ে। পালটা হামলায় ভারত পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দেয়। যদিও ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার কোনও ক্ষতি হয়নি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বদ্ধপরিকর ভারত।” এরপরেই নাম না করে ডোনাল্ড ট্রাম্পের দাবি ওড়ান প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, “কারও চাপে অপারেশেন সিঁদুর স্থগতি হয়নি। ভারতীয় সেনার মার খেয়ে পাকিস্তান যুদ্ধ থামানোর অনুরোধ করেছিল। ১২ মে দুই দেশের DGMO-র মধ্যে কথা হয়। এর আলোচনার মাধ্যমে দুই দেশ যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এখনও শেষ হয়নি অপারেশন সিঁদুর।
  • আপাতত স্থগিত রাখা হয়েছে এই অপারেশন।
  • পাকিস্তানের মাটি ব্যবহার করে সন্ত্রাসীরা ফের মাথাচারা দিলে প্রয়োজনে আবার গুড়িয়ে দেওয়া হবে জঙ্গি ঘাঁটি।
Advertisement