shono
Advertisement

Breaking News

Dola Sen

'গোয়েন্দাদের ব্যর্থতার কথা বললেন না কেন?', সিঁদুর আলোচনায় মোদিকে প্রশ্ন দোলা সেনের

বিজেপিকে 'মানবিকতাহীন' দল বলে তোপ দাগলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ।
Published By: Biswadip DeyPosted: 05:49 PM Jul 30, 2025Updated: 05:49 PM Jul 30, 2025

নন্দিতা রায়, নয়াদিল্লি: সংসদের সিঁদুর আলোচনায় রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন তৃণমূল সাংসদ দোলা রায়। শাসক দল বিজেপিকে 'মানবিকতাহীন' দল বলে তোপ দাগলেন তিনি। সেই সঙ্গে প্রশ্ন করলেন বিরোধীদের ছোট করলেও কেন পহেলগাঁও হামলায় গোয়েন্দাদের ব্যর্থতার কথা বললেন না প্রধানমন্ত্রী মোদি।

Advertisement

এদিন দোলাকে বলতে শোনা যায়, ''প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তো বটেই, এমনকী প্রতিরক্ষামন্ত্রীর কথাতেও এতজন নিরীহ নাগরিকের মৃত্যুতে কোনও দুঃখপ্রকাশ শোনা গেল না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মানবিকতাহীন এই শাসক দল বিজেপি। লজ্জা! লজ্জা! লজ্জা! সদনে দাঁড়িয়ে বিদেশমন্ত্রীও অসত্য বলছেন। অসত্য! অসত্য! অসত্য!''

সেই সঙ্গেই তাঁর তোপ, ''বিরোধীদের ছোট করে নিম্নস্তরের রাজনীতি করলেন সম্মাননীয় প্রধানমন্ত্রী। অথচ একবারও বললেন না গোয়েন্দাদের ব্যর্থতার কথা!'' দোলার কটাক্ষ, ''২৬/১১-র পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছিলেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও ইস্তফা দেন। অথচ এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী তো ছেড়েই দিন, গোয়েন্দা প্রধানের মেয়াদ বাড়ানো হল!''

প্রসঙ্গত, সোমবার থেকে সংসদে সিঁদুর আলোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার বিকেল পেরতে না পেরতেই সংসদের সিঁদুর আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানকে আক্রমণ করার পাশাপাশি বিরোধীদেরও আক্রমণ করেন তিনি। বলেন, ''সদনে ভারতের পক্ষে কথা বলার জন্য দাঁড়িয়েছি। যারা ভারতের পক্ষ দেখতে পায় না তাদের সামনে আয়না ধরতে এসেছি।'' তাঁর এহেন মন্তব্যের পরই এদিন রাজ্যসভায় আক্রমণাত্মক মেজাজে দেখা গেল তৃণমূল সাংসদ দোলা সেনকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সংসদের সিঁদুর আলোচনায় রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন তৃণমূল সাংসদ দোলা রায়।
  • শাসক দল বিজেপিকে 'মানবিকতাহীন' দল বলে তোপ দাগলেন তিনি।
  • সেই সঙ্গে প্রশ্ন করলেন বিরোধীদের ছোট করলেও কেন পহেলগাঁও হামলায় গোয়েন্দাদের ব্যর্থতার কথা বললেন না প্রধানমন্ত্রী মোদি।
Advertisement