সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির (Ram Mandir) উদ্বোধন। দেশজুড়ে ইতিমধ্যেই উৎসবের আবহ। রামলালার প্রাণপ্রতিষ্ঠার মতো পবিত্র মুহূর্তের সাক্ষী হতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অনুরোধ ছিল, অর্ধদিবস ছুটি দেওয়া হোক অফিসগুলিতে। তাঁদের অনুরোধে সাড়া দিয়ে ২২ জানুয়ারি অর্ধদিবস ছুটি (Half day holiday)ঘোষণা করল কেন্দ্র।
বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে ছুটির ঘোষণা করা হয়েছে। ওইদিন দুপুর ২.৩০ পর্যন্ত সরকারি অফিসে ছুটি। তার পর থেকে বাকি সময় কাজ হবে।এই ঘোষণায় স্বভাবতই খুশির হাওয়া কর্মীমহলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, সুপ্রিম কোর্ট, বিভিন্ন হাই কোর্ট, বিভিন্ন মন্ত্রকে অর্ধদিবস ছুটি। এর আগে উত্তরপ্রদেশ ওই দিন পূর্ণদিবস (Holiday) ছুটি ঘোষণা করেছিল। পাশাপাশি রাজস্থান, অসম, ছত্তিশগড়, উত্তরাখণ্ডের মতো বিজেপি শাসিত রাজ্যও একই পথে হেঁটে ছুটি দিয়েছিল। রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার শুভ মুহূর্তের সকলে যাতে সাক্ষী থাকতে পারেন, সেই আবেগের কথা ভেবেই এই সিদ্ধান্ত। এর পর কেন্দ্র ওইদিন অর্ধদিবস ছুটি ঘোষণা করায় কর্মীরা আরও খুশি।