shono
Advertisement

‘ভারত জোড়ো যাত্রা সফল হোক’, রাহুলকে চিঠি রাম মন্দিরের প্রধান পুরোহিতের

অযোধ্যার প্রধান পুরোহিতের চিঠিতে অস্বস্তিতে গেরুয়া শিবির।
Posted: 02:23 PM Jan 03, 2023Updated: 02:28 PM Jan 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’ (Bharat Jodo Yatra) নিয়ে বিজেপির (BJP) অস্বস্তি আরও বেড়ে গেল। উত্তরপ্রদেশে (Uttar Pradesh) কংগ্রেসের (Congress) যাত্রা ঢোকা মাত্র শুভকামনা জানিয়ে চিঠি লিখলেন অযোধ্যার রাম মন্দিরের (Ram Mandir) প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস। যাত্রার সাফল্য কামনা ছাড়াও ‘ভারতের একতা’র মতো ‘মহৎ উদ্দেশ্যে’ যাত্রা করায় কংগ্রেস শীর্ষ নেতার ভূয়ষী প্রশংসা করলেন তিনি। কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশানাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ওই চিঠি টুইট করে প্রকাশ্যে এনেছে।

Advertisement

মঙ্গলবার যোগীরাজ্যের গাজিয়াবাদ অতিক্রম করছে ভারত জোড়ো যাত্রা। দলের ছাত্র শাখার টুইটে দেখা যাচ্ছে অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস গত ৩১ ডিসেম্বরে রাহুল গান্ধী ওই চিঠি লিখেছেন। তিনি লেখেন, “যে লক্ষ্যে লড়াইয়ে নেমেছেন আপনি, আশা করি এবং প্রার্থনা করি তা সফল হবে। আপনার দীর্ঘ জীবন কামনা করছি।” সাদা কাগজে হাতে লেখা চিঠিতে সত্যেন্দ্র দাস আরও লিখেছেন, “মহৎ কাজ করছেন আপনি, সর্বজন হিতায়, সর্বজন সুখায়, সাধারণ মানুষের জন্যে, তাঁদের মুখে হাসি ফোটাতে। আশা করি ভগবান রামের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে।”

[আরও পড়ুন: সীমান্তে অনুপ্রবেশের ছক বানচাল, পাঞ্জাবে BSF-এর গুলিতে খতম পাক অনুপ্রবেশকারী]

জানা গিয়েছে, গাজিয়াবাদে হাঁটার পর বাঘপতের মাভিকালা গ্রামে রাত কাটাবেন রাহুল এবং তাঁর সঙ্গীরা। জানুয়ারি ৪ তারিখে শামলি হয়ে হরিয়ানার (Haryana) দিকে রওনা দেবেন কংগ্রেস নেতা। আগামী ৫ জানুয়ারিতে হরিয়ানার ঢোকার কথা যাত্রার। তার আগে অযোধ্যার প্রধান পুরহিতের লিখিত শুভকামনা কংগ্রেসকে যেমন অনেকখানি রাজনৈতিক সুবিধা পাইয়ে দিল বলা বাহুল্য। তেমনই গেরুয়া শিবির তীব্র অস্বস্তির মধ্যে পড়ল।যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  

[আরও পড়ুন: বিধায়ক, সাংসদদের বাক স্বাধীনতায় অতিরিক্ত নিষেধাজ্ঞা চাপাল না সুপ্রিম কোর্ট]

ভারত জোড়ো যাত্রা কি রাহুল গান্ধী আলাদা মাইলেজ দিচ্ছে? নতুন বছরে জাতীয় রাজনীতিতে তেমন ইঙ্গিত স্পষ্ট। কংগ্রেসের বর্ষীয়ান নেতা কমল নাথ ফের আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখ হিসাবে ভাসিয়ে দিয়েছেন রাহুল গান্ধীর নাম। বছর রাহুল নিজেও বলেন, দেশজুড়ে বিজেপি বিরোধী চোরাস্রোত তৈরি হয়েছে। এরপর রাহুলের (Rahul Gandhi) প্রধানমন্ত্রিত্বের দাবিকে সমর্থন করে কংগ্রেসকে অক্সিজেন দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement