shono
Advertisement
Ramesh Bidhuri

'বাবা বদলেছেন', প্রিয়াঙ্কার পর এবার মুখ্যমন্ত্রী অতিশীকে কুমন্তব্য দিল্লির বিজেপি প্রার্থীর

প্রিয়াঙ্কাকে কুমন্তব্যের জন্য এক্স হ্যান্ডেলে ক্ষমা চেয়েছিলেন বিধুরি।
Published By: Amit Kumar DasPosted: 09:47 AM Jan 06, 2025Updated: 09:47 AM Jan 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর পর এবার দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলেনাকে কুমন্তব্য দিল্লির বিজেপি প্রার্থীর। নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়ে রমেশ বিধুরির দাবি, নিজের বাবা বদলে ফেলেছেন অতিশী। মারলেনা থেকে সিং হয়েছেন তিনি। দিল্লির কালকাজি বিধানসভা আসনে বিজেপি প্রার্থীর এহেন মন্তব্য প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই বিতর্কিত চরম আকার নিয়েছে।

Advertisement

রবিবার দিল্লির রোহিণীতে এক নির্বাচনী সভায় ভাষণ দিতে গিয়ে চরম বিতর্কিত মন্তব্য করেন কালকাজি কেন্দ্রে প্রার্থী রমেশ বিধুরি। এই কেন্দ্রের আপ প্রার্থী তথা মুখ্যমন্ত্রী অতিশীকে নিশানায় নিয়ে তিনি বলেন, "কেজরিওয়াল নিজের সন্তানদের শপথ নিয়ে বলেছিলেন তিনি কংগ্রেসের সঙ্গে জোট করবেন না। এদিকে মারলেনা তো নিজের বাবা বদলে ফেলেছেন। আগে উনি মারলেনা ছিলেন, এখন উনি সিং হয়েছেন। এটাই এদের চরিত্র।" এখানেই থামেননি বিধুরি সভামঞ্চে চিৎকার করে অতিশীর বাবা-মাকেও নিশানায় নেন তিনি। বলেন, "এই মারলেনার বাবা ও মা সাংসদ হামলায় মূল অপরাধী আফজল গুরুকে ক্ষমা করার দাবি জানিয়ে আদালতে মামলা দায়ের করেছিলেন।"

বিধুরির এই মন্তব্য প্রকাশ্যে আসার পর বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'এই বিজেপি নেতারা নির্লজ্জতার সব সীমা পার করে ফেলেছে। বিজেপি নেতা মুখ্যমন্ত্রী অতিশীকে নোংরা ভাষায় গালিগালাজ করছেন। একজন মহিলা মুখ্যমন্ত্রীর এমন অপমান দিল্লির জনতা সহ্য করবে না। দিল্লির মহিলারা এর বদলা নেবেন।'

অবশ্য বিধুরির এমন বিতর্কিত মন্তব্য এই প্রথমবার নয়। অতিশীকে কুমন্তব্য করার আগে ওয়ানড়ের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে কুমন্তব্য করতে শোনা গিয়েছিল এই বিজেপি প্রার্থীকে। প্রচারে বেরিয়ে তিনি মন্তব্য করেন, বিধানসভা নির্বাচনে জিতলে প্রিয়াঙ্কার গালের মতো চকচকে রাস্তা বানিয়ে দেবেন। সেই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিধুরিকে ‘নারীবিদ্বেষী’ বলে আক্রমণ শানিয়েছে কংগ্রেস-আপ। হাত শিবিরের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বলেন, “এটাই বিজেপির আসল চেহারা। প্রিয়াঙ্কা গান্ধীর কাছে হাতজোড় করে ক্ষমা চাওয়া উচিত বিজেপির শীর্ষ নেতৃত্বের।”

যদিও কংগ্রেসকে পালটা দিয়ে লালুপ্রসাদ যাদবের মন্তব্যকে হাতিয়ার করেন বিজেপি নেতা বিধুরি। তিনি বলেন, “আজ কংগ্রেসের খারাপ লাগছে। তাহলে হেমা মালিনীর সময়ে কী হয়েছিল? দেশের অন্যতম সেরা নায়িকা ছিলেন তিনি। প্রচুর সম্মান পেয়েছেন। তাঁকে নিয়ে মন্তব্য করে লালুপ্রসাদকে যদি সমস্যায় পড়তে না হয় তাহলে আমাকে আক্রমণ করা কেন? হেমা মালিনী কি মহিলা নন?” উল্লেখ্য, লালুপ্রসাদ যাদব বলেছিলেন হেমার গালের মতো মসৃণ হয়ে যাবে বিহারের সব রাস্তা। সেই নিয়েও বিতর্ক বেঁধেছিল। যদিও প্রিয়াঙ্কার বিরুদ্ধে এমন মন্তব্যের জন্য শেষ পর্যন্ত এক্স হ্যান্ডেলে ক্ষমা চান ওই বিজেপি নেতা। এরপরই মুখ্যমন্ত্রী অতিশীকে ঘৃণ্য ভাষায় আক্রমণ শানালেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর পর এবার দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলেনাকে কুমন্তব্য দিল্লির বিজেপি প্রার্থীর।
  • নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়ে রমেশ বিধুরির দাবি, নিজের বাবা বদলে ফেলেছেন অতিশী।
  • বিধুরির এই মন্তব্য প্রকাশ্যে আসার পর বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
Advertisement