সোনাপাচার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন কন্নড় অভিনেত্রী রানিয়া রাও। জামিন পেলেও এখনও তার জেলমুক্তি হয়নি। সেই রানিয়ার বাবা কর্নাটকের ডিজিপি পদাধিকারী পুলিশ আধিকারিক রামচন্দ্র রাওয়ের বিরুদ্ধেই এবার চাঞ্চল্যকর অভিযোগ। থানার মধ্যেই একাধিক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন তিনি!
সূত্রের খবর, বিভিন্ন সময়ে মাঝে মধ্যেই থানায় আসতেন বিভিন্ন মহিলা। অভিযোগ, প্রত্যেকই রামচন্দ্রের সঙ্গে দেখা করার কথা বলতেন। এরপর সেই মহিলারা সোজা চলে যেতেন ওই পুলিশ আধিকারিকের কেবিনে। সেখানেই তাঁদের সঙ্গে ঘনিষ্ঠ হতেন বলে অভিযোগ উঠেছে রামচন্দ্রের বিরুদ্ধে। এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। তাতে দেখা যাচ্ছে, কেবিনে আপত্তিকর অবস্থায় মহিলাদের সঙ্গে রয়েছেন রামচন্দ্র। কখনও তিনি তাঁদের জড়িয়ে ধরছেন আবার কখনও তাঁদের চুম্বন করছেন। যদিও রানিয়ার বাবার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও মহিলাই শ্লীলতাহানি বা ধর্ষণের অভিযোগ দায়ের করেননি। তবে গোটা ঘটনাটিকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষুদ্ধ কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। থানার মধ্যে কীভাবে এই ঘটনা ঘটতে পারে, তাতে বিস্মিত তিনি। ভিডিওটি প্রকাশ্যে আসার পরই সংশ্লিষ্ট বিভাগের থকে তিনি তথ্য তলব করেছেন। যদিও সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন রামচন্দ্র। তাঁর দাবি, ভাইরাল ভিডিওটি ভুয়ো।
