সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০০ টাকার নোট নিয়ে ফের উদ্বেগ দেশে! দাবি করা হচ্ছে, চলতি বছরের মার্চ মাস থেকে আর এটিএমে মিলবে না ৫০০ টাকার নোট। খোদ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর তরফে নাকি এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হয়েছে, ৫০০ টাকার নোট আর ছাপানো হবে না। এমন তথ্য সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে। এই ইস্যুতেই এবার মুখ খুলল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। প্রেস ইনফর্মেশন ব্যুরোর তরফে এই তথ্য স্পষ্ট ভাষায় খারিজ করা হয়েছে।
শুক্রবার প্রেস ইনফর্মেশন ব্যুরোর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, শীর্ষ ব্যাঙ্কের তরফে এমন কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। এক্স হ্যান্ডেলে পিআইবি জানিয়েছে, 'সোশাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে ৫০০ টাকার নোট ছাপা বন্ধ করে দেবে। এই দাবি সম্পূর্ণরূপে মিথ্যা আরবিআই-এর তরফে এমন কোনও ঘোষণা করা হয়নি।' সরকারি সংবাদ সংস্থা স্পষ্টভাষায় জানিয়েছে, ৫০০ টাকার নোট এখনও পুরোপুরি বৈধ এবং এটি অবাধে লেনদেন করতে পারবেন নাগরিকরা। এই ধরনের গুজব বিশ্বাস করার আগে সরকারিভাবে তা যাচাই করে নেওয়ার আবেদন জানিয়েছে সরকার। বলা হয়েছে, '৫০০ টাকার নোট বন্ধ করা হয়নি এটি সম্পূর্ণরূপে বৈধ। যে কোনও তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে সর্বদা সরকারি উৎস থেকে খবর যাচাই করুন!'
উল্লেখ্য, ৫০০ টাকার নোট বাতিলের গুজব ছড়িয়ে পড়ার ঘটনা অবশ্য এই প্রথমবার নয়। ২০১৬ সালের নভেম্বর মাসে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর বহুবার সোশাল মিডিয়ায় ছড়িয়েছে এমন গুজব। প্রতিবারই এই ইস্যুতে বিবৃতি জারি করেছে পিআইবি। সম্পতি গত বছরের জুন মাসে বিভিন সোশাল মিডিয়া পোস্ট ও ভিডিওতে দাবি করা হয়, ২০২৬-এর মার্চ মাস থেকে বাতিল হচ্ছে ৫০০ টাকার নোট। বহু ইউটিউব ভিডিওতেও এমন দাবি করা হয়। সেই সব গুজব এবার খারিজ করল ভারত সরকার।
এর আগে গত আগস্ট মাসে কেন্দ্রীয় মন্ত্রী পঙ্কজ চৌধুরী সংসদে জানিয়েছিলেন, ৫০০ টাকার নোটের সরবরাহ বন্ধ করার কোনও পরিকল্পনা নেই। তিনি আরও বলেন এটিএমগুলি ১০০ এবং ২০০ টাকার নোটের পাশাপাশি ৫০০ টাকার নোটের সরবরাহও জারি রাখবে। কোনওরকম গুজবে কান না দেওয়ার বার্তা দেন তিনি।
