সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়তি ডেটা দেওয়ার ক্ষেত্রে দেশের বিভিন্ন টেলিকম অপারেটরদের রীতিমতো প্রতিযোগিতায় ফেলে দিয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। প্রথমে বিনামূল্যে পরিষেবা। তারপরও প্রাইম প্ল্যানে জিও গ্রাহকদের মুখের হাসি ছিল চওড়া। যদিও ট্রাই-এর নির্দেশে খানিকটা নিয়ন্ত্রণ আসে। তবে ধন ধনা ধন অফার সে আক্ষেপও পুষিয়ে দিয়েছে। এখানেই অবশ্য শেষ নয়। জিও সাবস্ক্রাইবাররা এবার বাড়তি ডেটা ছাড়াও পেতে চলেছেন বিশেষ একটি সুবিধা।
[ তিন তালাক প্রথা বন্ধ করতে যজ্ঞে শামিল মুসলিম মহিলারা ]
কী সেই সুবিধা? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এয়ার এশিয়ার টিকিটে এবার ১৫ শতাংশ ছাড় পেতে চলেছেন জিও গ্রাহকরা। প্রায় ৭২ মিলিয়ন বা সাত কোটিরও বেশি জিও গ্রাহক এই সুবিধা পেতে পারেন। এয়ার এশিয়ার আন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমান- দুয়ের ক্ষেত্রেই মিলবে এই সুবিধা। শুধু এই টিকিট কাটতে হবে এয়ার এশিয়ার মোবাইল অ্যাপ থেকে। চলতি বছরের ২০ জুন থেকে ৩০ সেপ্টেম্বর সময়সীমার মধ্যে যে কোনও উড়ানে এই বিশেষ সুবিধা পাবেন শুধুমাত্র জিও গ্রাহকরাই। জানা যাচ্ছে, এয়ার এশিযার তরফে টুইট করে প্রথমে এ খবর জানানো হয়। পরে অবশ্য সে টুইটটি সরিয়ে নেওয়া হয়েছে। তবে মার্কেট অ্যানালিস্টদের মতে, গ্রাহক ধরে রাখতে ও অন্যান্যদের সঙ্গে নিজেদের ফারাক বোঝানোর যে স্ট্র্যাটেজি জিও-র, তার সঙ্গে এই অফারের বেশ মিল পাওয়া যায়।
[ প্রশাসন উদাসীন, শহিদ পুত্রের স্মৃতিসৌধ নিজের হাতে পরিস্কার করলেন বাবা ]
রিলায়েন্স জিও চালু করার সময়ই সংস্থার কর্ণধার এরকম ইঙ্গিত দিয়েছিলেন। জানিয়েছিলেন, ভয়েস কল বা ডেটার সুবিধা ছাড়াও জিও গ্রাহকরা ভবিষ্যতে আরও বাড়তি কিছু সুবিধা পাবেন। তা যে স্রেফ কথার কথা নয়, তাই-ই জানিয়ে দিল সংস্থাটি। এয়ার এশিয়ার মতো সংস্থার বিমানে পনেরো শতাংশ ছাড় যে জিও গ্রাহকদের খুশি করবে তা বলাই বাহুল্য। তবে সূত্রের খবর, আরও চমক অপেক্ষা করছে আম্বানির ঝুলিতে। আগামিদিনে ভ্রমণ বা অন্যান্য ক্ষেত্রেও জিও গ্রাহকরা এরকমই বাড়তি সুবিধা পেতে চলেছেন। তবে তা ক্রমশ প্রকাশ্য।
[ Jio-র ধাক্কায় বেসামাল Airtel, Vodafone এবার কী অফার আনল জানেন? ]
শুধু ডেটাগিরিতেই জিও বাকি সংস্থাদের চাপে ফেলে দিয়েছে, এমনটাই মত ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের। তাতে আখেরে লাভ হচ্ছে গ্রাহকদেরই। এমনকী যাঁরা জিও গ্রাহক নন তাঁদেরও। কেননা বেশিরভাগ সংস্থাই ডেটার মূল্য এক ধাক্কায় অনেকটাই কমিয়েছে। তাই ডেটার সুবিধা কম বেশি অন্যান্য সংস্থার গ্রাহকরাও পাচ্ছেন। তুল্যমূল্য বিচারে জিও গ্রাহকদের খানিকটা এগিয়ে দিলেন আম্বানি। কেননা এই বাড়তি সুবিধাগুলো এখনও পর্যন্ত শুধু জিও গ্রাহকদেরই দখলে থাকল।
The post Jio সিম আছে? বাড়তি ডেটা ছাড়াও তাহলে পাবেন এই বিশেষ সুবিধা appeared first on Sangbad Pratidin.
