সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানহানির মামলায় রাহুল গান্ধী দোষী সাব্যস্ত হতেই পালটা মোদিকে টার্গেট করে আসরে নামল কংগ্রেস। পাঁচ বছরের পুরনো এক মন্তব্যের জন্য প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলার করার সিদ্ধান্ত নিলেন কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী (Renuka Chowdhury)। তাঁর বক্তব্য, এবার দেখতে চাই আদালত কত দ্রুত ব্যবস্থা নেয়।
২০১৮ সালে সংসদেই রেণুকা চৌধুরীকে ‘শূর্পণখা’র সঙ্গে তুলনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আসলে ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী যখন বাজেট অধিবেশনের জবাবি ভাষণ দিচ্ছিলেন, সেসময় বিরোধীদের হট্টগোলের মধ্যে হেসে ওঠেন রেণুকা। বেশ জোরালভাবেই হেসেছিলেন কংগ্রেস সাংসদ। রেণুকার হাসি শুনে তাঁকে তিরস্কার করেন তৎকালীন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু। তখনই মোদি কটাক্ষ করে বলেন,”রেণুকাজিকে কিছু বলবেন না। রামায়ণ (Ramayana) সিরিয়ালের পর এই প্রথম এই ধরনের হাসি শুনলাম।”
[আরও পড়ুন: আয়ুর্বেদ চিকিৎসকদের দেওয়া সার্টিফিকেটকে মান্যতা আদালতের, সর্বত্র গ্রহণ করার নির্দেশ]
মোদির সেই ভাষণের ভিডিও শেয়ার করে শুক্রবার টুইট করেছেন কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী। জানিয়ে দিয়েছেন, মোদির বিরুদ্ধে মামলা করবেন তিনি। রেণুকা তাঁর টুইটে সংসদে সেদিন মোদির মন্তব্যের অংশটুকু জুড়ে দিয়েছেন। যেখানে মোদি রামায়ণের শূর্পণখা চরিত্রের সঙ্গে তাঁর তুলনা টেনেছিলেন। সঙ্গে লিখেছেন, এই ঔদ্ধত্যপূর্ণ লোকটা ভরা সংসদে আমাকে শূর্পণখার সঙ্গে তুলনা করেছিলেন। আমি তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করব। এবার দেখতে চাই, আদালত কত দ্রুত তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
[আরও পড়ুন: চাকরির নামে ৫ কোটি টাকা প্রতারণা! পূর্ব মেদিনীপুরের শিক্ষকের বিরুদ্ধে হাই কোর্টে প্রার্থীরা]
আসলে বৃহস্পতিবার সুরাটের আদালতে রাহুল গান্ধী দোষী সাব্যস্ত হতেই কংগ্রেস রীতিমতো ফুঁসছে। সম্ভবত তাঁরই পালটা হিসাবে রেণুকা চৌধুরী মোদির বিরুদ্ধে মামলা করার হুমকি দিলেন। এদিন রাহুলের পাশে দাঁড়িয়েও একটি টুইট করেছেন কংগ্রেস (Conngress) নেত্রী। তাঁর বক্তব্য,”রাহুল গান্ধী দুর্নীতির সামনে মাথা নোয়াননি। ফ্যাসিস্টদের কাছে ক্ষমা চাননি। সত্য বলার জন্য ক্ষমা চাননি।”