shono
Advertisement
Republic Day 2025

এবারের সাধারণতন্ত্র দিবস ৭৫তম নাকি ৭৬তম?

এবারের সাধারণতন্ত্র দিবস প্যারেডে ট্যাবলোগুলির থিম 'সোনালি ভারত: ঐতিহ্য ও উন্নয়ন'।
Published By: Biswadip DeyPosted: 05:07 PM Jan 14, 2025Updated: 05:07 PM Jan 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণতন্ত্র দিবস আসতে আর সামান্য সময় বাকি। হাতে গোনা কয়েকটা দিন। কিন্তু এই মুহর্তে একটি বিষয় নিয়ে আলোচনা তুঙ্গে। সেটা হল, এবারের সাধারণতন্ত্র দিবস ৭৫তম নাকি ৭৬তম?

Advertisement

কেন এই সংশয়? আসলে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে কার্যকর হয় ভারতীয় সংবিধান। তার প্রথম বর্ষপূর্তি ছিল ১৯৫১ সালের ২৬ জানুয়ারি। তাই ১৯৫০ সালের হিসেবে এবারের সাধারণতন্ত্র দিবস ৭৬তম। ২০২৫ সালের সাধারণতন্ত্র দিবস প্যারেডে ট্যাবলোগুলির থিম 'সোনালি ভারত: ঐতিহ্য ও উন্নয়ন'। প্রসঙ্গত, সাধারণতন্ত্র দিবস জাতীয় ঐক্য এবং সাংস্কৃতিক বৈচিত্র উদযাপনের এক অমোঘ প্রতীক।

উল্লেখ্য, ভারতবাসীর জীবনের গর্বের দুটি দিনের একটি যদি সাধারণতন্ত্র দিবস হয় তাহলে অন্যটি স্বাধীনতা দিবস। আপাতদৃষ্টিতে দুটি দিন উদযাপনের মধ্যে বিশেষ কোনও পার্থক্য না থাকলেও, রাজনৈতিকভাবে নিজস্ব তাৎপর্য রয়েছে দুটি দিনের পতাকা উত্তোলনে। পতাকা উত্তোলনের মাধ্যমে দুই দিন পালন করে গোটা ভারত। যদিও তফাত রয়েছে পতাকা উত্তোলনের ধরনে।

স্বাধীনতা দিবসে দণ্ডের নীচে পতাকা বাঁধা থাকে, সেটি টেনে দণ্ডের একেবারে উপরে তোলা হয়। কিন্তু সাধারণতন্ত্র দিবসে আগে থেকেই পতাকাটি বাঁধা থাকে দণ্ডের উপরে। সেখানেই বাঁধন খুলে উড়িয়ে দেওয়া হয় তেরঙ্গা। স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করেন দেশের প্রধানমন্ত্রী। কিন্তু সাধারণতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করেন দেশের রাষ্ট্রপতি। স্বাধীনতা দিবসের আগের দিন জাতির উদ্দেশে ভাষণ দেন রাষ্ট্রপতি। ১৫ আগস্ট লালকেল্লায় পতাকা উত্তোলন করে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাধারণতন্ত্র দিবস আসতে আর সামান্য সময় বাকি। হাতে গোনা কয়েকটা দিন।
  • কিন্তু এই মুহর্তে একটি বিষয় নিয়ে আলোচনা তুঙ্গে।
  • সেটা হল, এবারের সাধারণতন্ত্র দিবস ৭৫তম নাকি ৭৬তম?
Advertisement