সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়েছে ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণার ফাঁদ। এবার তারই শিকার হলেন এক অবসরপ্রাপ্ত বিজ্ঞানী। খোয়ালেন ১ কোটি ২৯ লক্ষ টাকা। সিবিআই আধিকারিক সেজে তাঁর কাছ এই বিপুল পরিমাণ টাকা প্রতারকরা হাতিয়ে নেয় বলে খবর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারেলিতে। পুলিশ ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে খবর, প্রতারিত ওই বিজ্ঞানীর নাম ডাঃ শুকদেব নন্দী। তিনি ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটে কর্মরত ছিলেন। কয়েকবছর আগে অবসর নিয়েছেন। সম্প্রতি সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে তাঁকে হোয়াটসঅ্যাপে ফোন করে প্রতারকরা। অভিযোগ, শুকদেবকে ভয় দেখিয়ে বলা হয় তাঁর উপর ২৪ ঘন্টা নজরদারি চালানো হচ্ছে। এরপরই তিন দিন ধরে দফায় দফায় বিভিন্ন অ্যাকাউন্টে মোট ১ কোটি ২৯ লক্ষ টাকা পাঠাতে বাধ্য করা হয় তাঁকে। অবশেষে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে শুকদেব পুলিশের দ্বারস্থ হন। ঘটনার তদন্তে নেমে লখনউ থেকে দু’জনকে গ্রেপ্তার করেছেন পুলিশকর্তারা। ধৃতরা হলেন প্রদীপ কুমার সিং (৫০) এবং মাহফুজ (২১)। তাঁদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, প্যান কার্ড, আধার কার্ড এবং ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট সম্পর্কিত একাধিক নথি উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে খবর।
প্রসঙ্গত, গত বছরের শেষ থেকে ডিজিটাল অ্যারেস্টের নাম করে প্রতারণা বেশি করে সামনে আসছে। সিবিআই, ইডি কিংবা অন্যান্য কেন্দ্রীয় সংস্থার নাম করে ফোন করার পর ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। সাইবার প্রতারণার থেকে বাঁচতে কেন্দ্রীয় সরকারের তরফে সচেতনতা মূলক প্রচারও করা হচ্ছে। তারপরও দেশের বিভিন্ন কোণা থেকে ডিজিটাল অ্যারেস্টের শিকার হওয়ার খবর আসতেই থাকছে।
