shono
Advertisement
RG Kar Protest

সায়নের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে খারিজ রাজ্যের মামলা

'সায়নের জামিন মঞ্জুর হওয়াই উচিত', বলল শীর্ষ আদালত।
Published By: Tiyasha SarkarPosted: 02:45 PM Sep 02, 2024Updated: 06:10 PM Sep 02, 2024

সোমনাথ রায়, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। ছাত্রসমাজের নেতা সায়ন লাহিড়ীর জামিনের বিরোধিতায় করা রাজ্যের মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ বহাল থাকল কলকাতা হাই কোর্টের নির্দেশই। আদালত বলেছে, 'সায়নের জামিন মঞ্জুর হওয়াই উচিত।'  

Advertisement

গত ২৭ আগস্ট, আর জি কর (RG Kar Hospital) কাণ্ডে সুবিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’ নামে তথাকথিত অরাজনৈতিক সংগঠন। তাদের নেপথ্যে বিজেপি-আরএসএস (BJP-RSS)যোগ স্পষ্ট হয়ে গিয়েছিল আগেই। পুলিশের অনুমতি ছাড়া এই কর্মসূচির আড়ালে রাজ্যকে অশান্ত করার ছক রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর ছিল। তাই তা আটকাতে পুলিশের ‘অতিসক্রিয়’তা লক্ষ্য করা গিয়েছিল। তা সত্ত্বেও সেদিন দিকে দিকে অশান্তির ঘটনা ঘটে। ওইদিন সন্ধেবেলা ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজে’র তরফে এই নবান্ন অভিযানের (Nabanna Abhijan) আহ্বায়ক সায়ন লাহিড়ীকে গ্রেপ্তার করে পুলিশ। জেল হেফাজতে রাখা হয়েছিল তাঁকে। গ্রেপ্তারির বিরোধিতায় সায়ন শুক্রবার উচ্চ আদালতের (Calcutta HC) দ্বারস্থ হলে বিচারপতি অমৃতা সিনহা তাঁকে জেলমুক্তির নির্দেশ দেন।

[আরও পড়ুন: ‘বিবেক-শিক্ষা হারিয়েছিস! নির্লজ্জ কমেডি…’, বন্ধু কাঞ্চন মল্লিককে ‘ত্যাজ্য’ করলেন সুদীপ্তা]

শনিবার সেই নির্দেশ অনুযায়ী সায়ন মুক্তি পেয়েছে। তবে তাঁর এই মুক্তির বিরোধিতা করে হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) যায় রাজ্য। এদিন সেই মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত।  বিচারপতি পারদিওয়ালার বললেন, ‘‘ওই ছাত্রনেতার জামিন মঞ্জুর হওয়াই উচিত। এ নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এফআইআর খারিজের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।’’   

[আরও পড়ুন: ‘আসনা’র প্রভাবে ব্যাপক বৃষ্টি অন্ধ্র-তেলেঙ্গানায়, মৃত অন্তত ২৪, বাতিল শতাধিক ট্রেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। ছাত্রসমাজের নেতা সায়ন লাহিড়ীর জামিনের বিরোধিতায় করা রাজ্যের মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
  • অর্থাৎ বহাল থাকল কলকাতা হাই কোর্টের নির্দেশই।
  • আদালত বলেছে, 'সায়নের জামিন মঞ্জুর হওয়াই উচিত।'  
Advertisement