shono
Advertisement

প্রচারে সেনা ‘তাসে’আপত্তি, রাষ্ট্রপতিকে চিঠি ১৫৬ প্রাক্তন সামরিক কর্তার

চিঠির বিষয়ে জানেন না, বলছেন একাধিক প্রাক্তন সেনাকর্তা৷ The post প্রচারে সেনা ‘তাসে’ আপত্তি, রাষ্ট্রপতিকে চিঠি ১৫৬ প্রাক্তন সামরিক কর্তার appeared first on Sangbad Pratidin.
Posted: 03:32 PM Apr 12, 2019Updated: 06:06 PM Apr 23, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক স্বার্থে সেনার ব্যবহার সম্পর্কিত কোনও চিঠি এসে পৌঁছায়নি তাঁদের দপ্তরে৷ সূত্রের খবর, বিতর্ক মাথাচাড়া দিতে এমনই বার্তা দেওয়া হয়েছে রাষ্ট্রপতি ভবনের তরফে৷ এখানেই শেষ নয়, এই চিঠিতে যে সমস্ত প্রাক্তন সেনা আধিকারিকদের নাম উল্লেখ করা হয়েছে, এবার ধীরে ধীরে তাঁদের অনেকেই এই চিঠির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন৷ চিঠির বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন তাঁদের কয়েকজন৷ তাঁরা জানিয়েছেন, না বলেই তাঁদের নাম উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে৷

Advertisement

[ আরও পড়ুন: রাজনৈতিক দলগুলিকে অনুদান সম্পর্কিত তথ্য জমার নির্দেশ সুপ্রিম কোর্টের ]

বৃহস্পতিবারই প্রকাশ্যে আসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উদ্দেশ্যে লেখা সেনা আধিকারিকদের বিতর্কিত চিঠিটি৷ যেখানে লেখা হয়, রাজনৈতিক স্বার্থে সেনাকে ব্যবহার করার বিষয়টিকে অভ্যেসে পরিণত করেছেন রাজনীতিকরা৷ সেনার বীরত্বকে নিজ স্বার্থে ব্যবহার করছেন তাঁরা৷ রাজনৈতিক প্রচারে বারবার করে ব্যবহার করছে সেনাকে৷ সেনার কৃতিত্বকে ফলাও করে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে৷ যা বিপজ্জনক প্রবণতা৷ সেকারণে একাজ বন্ধ করা উচিত৷ চিঠির মাধ্যমে বিষয়টি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নজরে আনা হয়৷ এবং সঙ্গে জুড়ে দেওয়া হয় ১৫৬ জন প্রাক্তন সেনা আধিকারিকের স্বাক্ষর৷ যাঁদের মধ্যে উল্লেখযোগ্য তিন সেনার আট প্রাক্তন প্রধানের নাম৷ চিঠিতে নাম রয়েছে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এসএফ রডরিগেজ, জেনারেল শংকর রায়চৌধুরি ও জেনারেল দীপক কাপুরের৷ নাম রয়েছে চারজন প্রাক্তন নৌসেনা প্রধানের এবং এক প্রাক্তন বায়ুসেনা প্রধানের৷

[ আরও পড়ুন: স্নাতক নন, অবশেষে নির্বাচনী হলফনামায় স্বীকার স্মৃতি ইরানির ]

বিতর্ক মাথাচাড়া দিতেই মুখ খোলেন চিঠিতে উল্লেখিত প্রাক্তন সেনা আধিকারিকদের একটা বড় অংশ৷ অনেকেই এই চিঠিতে স্বাক্ষরের কথা অস্বীকার করেন৷ প্রাক্তন সেনাপ্রধান এসএফ রডরিগেজ জানান, ‘চাকরি জীবনে আমরা সর্বদা সরকারের নির্দেশ মেনে কাজ করেছি৷ আমরা সর্বদাই রাজনীতির উর্ধ্বে৷ যে কেউ, যা খুশি বলতে পারেন এবং তা পরে বিক্রি করতে পারেন৷ তবে চিঠি ওই চিঠিটি লিখেছেন, তাঁকে আমি চিনি না৷’ প্রাক্তন বায়ুসেনা প্রধান এনসি সুরি বলেন, ‘‘সেনা সব সময় অরাজনৈতিক এবং নির্বাচিত সরকারকে সমর্থন করি৷ এবং এই চিঠিতে নাম উল্লেখের আগে, আমার মতামত নেওয়া হয়নি৷’’

The post প্রচারে সেনা ‘তাসে’ আপত্তি, রাষ্ট্রপতিকে চিঠি ১৫৬ প্রাক্তন সামরিক কর্তার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement