shono
Advertisement
Mohan Bhagwat

বিজেপির ভোট বিপর্যয়ে এবার ভাগবতের নিশানায় মোদির 'প্রিয়পাত্র' যোগী

Published By: Amit Kumar DasPosted: 08:55 AM Jun 17, 2024Updated: 08:55 AM Jun 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংঘপ্রধান মোহন ভাগবতের নিশানায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। শনিবার গোরক্ষপুরে সংঘ-শিবিরের শেষ পর্বে মুখোমুখি হয়েছিলেন ভাগবত এবং যোগী। তাঁদের দুজনের মধ্যে আধ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকও হয়। আলোচনায় একটা বড় অংশ জুড়ে ছিল সম্প্রতি লোকসভা ভোট এবং উত্তরপ্রদেশে বিজেপির ভরাডুবি। রামমন্দির প্রতিষ্ঠার মতো ঘটনার পরও কীভাবে লোকসভায় বিজেপির ফল খারাপ হল, তা নিয়ে আলোচনা হয়।

Advertisement

সূত্রের খবর, উত্তরপ্রদেশে বিজেপির ফলের জন্য মোদি-শাহর পাশাপাশি যোগীকেও কাঠগড়ায় তুলেছেন সংঘপ্রধান। বিজেপি নেতাদের ঔদ্ধত্যকে নিশানা করেছিলেন তিনি। রীতিমতো, অসন্তোষের সুরে সংঘপ্রধানকে বলতে শোনা গিয়েছে, যেভাবে রামমন্দির নির্মাণকে একটি রাজনৈতিক হাতিয়ার করা হয়েছিল, তা সাধারণ মানুষ মোটেই ভালোভাবে নেয়নি। হিন্দু ভোট ব্যাঙ্ককে কাজে লাগাতে গিয়ে যেভাবে রামমন্দির নির্মাণ করেছেন, তার ফল হয়েছে উল্টো।

[আরও পড়ুন: অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছুটি অভিষেকের, কেমন আছেন এখন?]

প্রসঙ্গত, কিছুদিন আগেই লোকসভা ভোটের ফল নিয়ে মুখ খুলেছিলেন ভাগবত। তিনি জানিয়েছিলেন, "ভোট ময়দানে লড়তে নেমে বহু নেতাই তাঁদের সহযোদ্ধার বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করেছেন। এতে শুধু যে সৌজন্যের সীমাই লঙ্ঘিত হয়েছে তা নয়, বরং নির্বাচনী যে সমস্ত নীতি রয়েছে লঙ্ঘন হয়েছে তা-ও।” অপর আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারকে বলতে শোনা গিয়েছিল, "২০২৪ সালে গণতন্ত্রের উৎসবের মাধ্যমেই রামের ন্যায়বিচার দেখা যেতে পারে। ভগবান রামের উপাসকরা অহংকারী হয়ে ওঠার ফল ভুগেছে। ওই দল যা ভোট যা ক্ষমতা পেতে পারত, তাদের দম্ভের কারণে সেটা পেতে দেননি ভগবান রাম।" আর এবার সংঘপ্রধানের নিশানায় মোদির অন্যতম 'প্রিয়পাত্র' যোগী আদিত্যনাথ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সংঘপ্রধান মোহন ভাগবতের নিশানায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
  • 'হিন্দু ভোট ব্যাঙ্ককে কাজে লাগাতে গিয়ে যেভাবে রামমন্দির নির্মাণ হয়েছে তার ফল হয়েছে উল্টো', মত ভাগবতের।
Advertisement