সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারী নির্যাতন বাড়ছে বিজেপি জমানায়। এই দাবিতে ওড়িশা বিধানসভার সামনে বিরাট বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছিল কংগ্রেস। আর সেই কর্মসূচি ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল ওড়িশা বিধানসভা। বিক্ষোভকারীদের দাপটে অন্তত ১২ জন পুলিশকর্মী জখম হয়েছেন। জানা গিয়েছে, পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়েছে বিক্ষোভকারীরা।

গত বছরই ওড়িশায় সরকার গঠন করেছে বিজেপি। তারপর থেকেই রাজ্যজুড়ে মহিলাদের বিরুদ্ধে অপরাধ লাফিয়ে বেড়েছে বলে দাবি কংগ্রেসের। তার প্রতিবাদেই বৃহস্পতিবার বিধানসভা ঘেরাও অভিযানের ডাক দেয় হাত শিবির। সেই অভিযান ঘিরেই ধুন্ধুমার হয়ে ওঠে বিধানসভা ভবন চত্বর। বিক্ষোভকারীদের বিধানসভায় ঢুকতে বাধা দেয় পুলিশ। পালটা পুলিশবাহিনীকে লক্ষ্য করে পাথরবৃষ্টি শুরু করে বিক্ষোভকারীরা। উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি।
অবস্থা সামাল দিতে জলকামান চালায় পুলিশ। বিক্ষোভকারীদের উপরে লাঠিও চালানো হয়। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িও জ্বালিয়ে দিতে চেয়েছিল। চালকের তৎপরতায় কোনওমতে তা এড়ানো যায়। জলকামানের সামনে পড়ে অবশ্য ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা। জানা গিয়েছে, বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন কংগ্রেসের বেশ কয়েকজন নেতা-কর্মী। তার মধ্যে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভক্ত চরণ দাস, কংগ্রেস নেতা অজয় কুমার লাল্লু। বিধায়ক তারাপ্রসাদ বাহিনীপতি এবং মহম্মদ মুকিমকেও গ্রেপ্তার করা হয়েছে।
সাতদিনের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল কংগ্রেসের ১৪ জন বিধায়ককে। তারপরেই নারীদের বিরুদ্ধে অপরাধের প্রতিবাদে পথে নামার সিদ্ধান্ত নেয় কংগ্রেস। তবে রণক্ষেত্র হয়ে উঠলেও ওড়িশা বিধানসভার সামনের পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। বিরাট পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে গোটা এলাকাজুড়ে। অন্যদিকে কংগ্রেসের দাবি, পুলিশের লাঠি খেয়ে আহত হয়েছেন দলের বহু কর্মী।