shono
Advertisement
S Jaishankar

'বলে দিন, কীরকম সম্পর্ক চান?' ভারত বিদ্বেষ নিয়ে বাংলাদেশের উপদেষ্টাদের কড়া বার্তা জয়শংকরের

বিদেশমন্ত্রীর সাফ বার্তা, দ্বিচারিতা আর চলবে না।
Published By: Paramita PaulPosted: 12:08 AM Feb 25, 2025Updated: 12:08 AM Feb 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেখ হাসিনা পরবর্তী সময় বাংলাদেশে ক্রমাগত ভারত বিদ্বেষ বাড়ছে। সে দেশের ক্ষমতায় থাকা কিছু নেতা বারবার নয়াদিল্লিকে নিশানা করছেন। কখনও যুদ্ধের জিগির তুলছেন তো কখনও দেশের অভ্যন্তরীণ অস্থিরতার জন্য দায়ী করছে সীমান্তের এপারকে। বিষয়গুলি নিয়ে এতদিন 'চুপ' থাকলেও এবার ঢাকাকে কড়া বার্তা দিল নয়াদিল্লি। বিদেশমন্ত্রী এস জয়শংকরের কথায়, ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চান, তা স্পষ্ট করুন। দ্বিচারিতা আর চলবে না।

Advertisement

একদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনুস বলছেন, "ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই।" অন্যদিকে তাঁরই সরকারের অন্য়ান্য উপদেষ্টারা নয়াদিল্লিকে নিশানা করছেন। বারবার অসম্মান করছেন। এমন পরিস্থিতিতে জয়শংকরের স্পষ্ট বার্তা, "প্রতিদিন আপনাদের (বাংলাদেশের) সরকারের কেউ না কেউ ভারতকে সমস্ত কিছুর জন্য দায়ী করছে, হাস্যকর কিছু দাবি করছে। এটা চলতে পারে না। একদিকে বলবেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। অন্যদিকে পরদিন সকালে উঠেই সমস্ত অস্থিরতার জন্য ভারতকে দায়ী করবেন, এটা চলতে পারে না। এবার ওঁদের (বাংলাদেশ) একটা সিদ্ধান্ত নিতেই হবে।" তাঁর আরও সংযোজন, "বাংলাদেশের সঙ্গে আমাদের সুদীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক। এবার ওঁদের (বাংলাদেশ) ঠিক করতে হবে, ভবিষ্যতে ওঁরা কেমন সম্পর্ক চায়।"

প্রতিবেশী ঢাকার অভ্যন্তরীণ অস্থিরতার প্রভাব পড়ছে ভারতের উপর। দ্বিপাক্ষিক আলোচনাকেও প্রভাবিত করছে বলে মত বিদেশমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, "দুদেশের সম্পর্ক আপাতত দুটি সমস্যার মুখোমুখি। এক, সে দেশের সংখ্যালঘুদের উপর চলতে থাকা লাগাতার নির্যাতন। এই পরিস্থিতি আমাদের ভাবাচ্ছে।" ইতিমধ্যে বিষয়টি নিয়ে দুদেশের মধ্যে কথা হয়েছে বলেও স্পষ্ট করে দেন জয়শংকর। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিও যে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলছে তাও স্বীকার করে নেন বিদেশমন্ত্রী। আর এটা দুদেশের সম্পর্কের মধ্যে দ্বিতীয় সমস্যা বলেও চিহ্নিত করেন। তাঁর কথায়, "দিনের শেষে আমরা প্রতিবেশী। সে দেশের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে সঙ্গে নয়াদিল্লির প্রতি দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে,  আর এই বদলই সম্পর্কে প্রভাব ফেলছে।"

সবমিলিয়ে এদিন ঢাকাকে কড়া বার্তা দিল নয়াদিল্লি। সাফ বুঝিয়ে দিল, দ্বিচারিতা আর চলবে না। এবার ভারতের প্রতি তাদের সরকারি অবস্থান স্পষ্ট করুক বাংলাদেশ। দুদেশের মধ্যে সুসম্পর্ক তৈরি করতে হলে, হিন্দুদের উপর অত্যাচার যে বন্ধ করতেই হবে, তাও কার্যত স্পষ্ট করে দিলেন জয়শংকর। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শেখ হাসিনা পরবর্তী সময় বাংলাদেশে ক্রমাগত ভারত বিদ্বেষ বাড়ছে।
  • সে দেশের ক্ষমতায় থাকা কিছু নেতা বারবার নয়াদিল্লিকে নিশানা করছেন।
  • কখনও যুদ্ধের জিগির তুলছেন তো কখনও দেশের অভ্যন্তরীণ অস্থিরতার জন্য দায়ী করছে সীমান্তের এপারকে।
Advertisement