বুদ্ধদেব সেনগুপ্ত ও নন্দিতা দাস: সন্দেশখালি (Sandeshkhali) ইস্যুতে আঁচ বাড়ছে রাজধানী দিল্লিতেও। গত দুদিন বিজেপির রাষ্ট্রীয় সম্মেলনে অমিত শাহ, অগ্নিমিত্রা পলরা সন্দেশখালির পরিস্থিতি নিয়ে মহিলা মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন। আর সোমবার দিল্লির সদর দপ্তর থেকে ফের তা নিয়ে সরব হলেন হুগলির বিজেপি সাংসদ (BJP MP) তথা বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। তাঁর স্পষ্ট অভিযোগ, সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার চলছে এবং তা নিরসন না করে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী কুরুচিকর মন্তব্য করে চলেছেন। এদিকে, সন্দেশখালিতে নির্যাতিতার পরিচয় প্রকাশ্যে এনেছে পুলিশ, এই অভিযোগে জাতীয় মহিলা কমিশনকে চিঠি পাঠালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
সোমবার সকালে দিল্লির সদর দপ্তর থেকে সাংবাদিক বৈঠক করেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। সেখানেই সন্দেশখালি প্রসঙ্গ তুলে তাঁর অভিযোগ, সেখানে শাসকের ছত্রছায়ায় শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সংখ্যালঘু ভোটব্যাঙ্ক সুনিশ্চিত করতেই কোনও ব্যবস্থা নিচ্ছেন না মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উলটে তিনি কুরুচিকর মন্তব্য করছেন। লকেটের আরও দাবি, সন্দেশখালি থেকে নজর ঘোরাতে শাসকদলের নেতারা চোপড়ার কথা বলছেন বারবার।
[আরও পড়ুন: ‘কাঞ্চন আমাকে ভালো সামলাবে’, ৫৩-র তারকা বিধায়ককে বিয়ে করেই ট্রোলের জবাব শ্রীময়ীর]
এদিকে, সন্দেশখালিতে এক নির্যাতিতার বয়ানের ভিত্তিতে পুলিশ শাহজাহান অনুগামী শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের মামলা যুক্ত করেছে। এ বিষয়ে রাজ্য পুলিশের ডিজি (DG) রাজীব কুমার জানিয়েছিলেন, ওই মহিলা ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন, তার ভিত্তিতেই ওই ধারায় মামলা দায়ের হয়েছে। তা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, পুলিশ নির্যাতিতার পরিচয় প্রকাশ করেছে, যা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বেআইনি। রাজ্য পুলিশের এই কাজের তীব্র নিন্দা করে সুকান্ত চিঠি পাঠিয়েছেন জাতীয় মহিলা কমিশনকে। তাঁর দাবি, মহিলা কমিশন এ বিষয়ে হস্তক্ষেপ করুক।