shono
Advertisement
Mumbai

বিধানসভায় ল্যাজেগোবরে, 'ভুল শুধরে' পুরসভা ভোটে একা লড়ার ইঙ্গিত উদ্ধব সেনার!

মহারাষ্ট্রে মহাবিকাশ আঘাড়ি জোট কি ভাঙনের পথে?
Published By: Amit Kumar DasPosted: 05:00 PM Dec 21, 2024Updated: 05:00 PM Dec 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভায় লজ্জার হারের পর সঙ্গীর উপর ভরসা হারিয়েছে উদ্ধব সেনা! এনসিপি (শরদ) ও কংগ্রেসের হাত ছেড়ে মুম্বইয়ের আসন্ন পুরসভা ভোটে একা লড়ার বার্তা দিলেন শিব সেনা (উদ্ধব) শিবিরের নেতা সাংসদ সঞ্জয় রাউত। তাঁর বার্তা প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কী মহারাষ্ট্রে মহাবিকাশ আঘাড়ি জোটে ভাঙন ধরল?

Advertisement

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পরই জোটের অন্দরে চিড় ধরতে শুরু করেছিল। প্রচার প্রক্রিয়া নিয়ে শিব সেনা ও কংগ্রেস একে অপরকে প্রকাশ্যে আক্রমণও শানায়। বাবরি মসজিদ ধ্বংসের সমর্থনে শিব সেনার বার্তা সামনে আসার পর উদ্ধব সেনার সঙ্গ ছাড়ে সপা। জোটের অন্দরে ভাঙন স্পষ্ট হওয়ার পরই এবার মুম্বই পুরসভা নির্বাচন নিয়ে মুখ খুললেন সঞ্জয়। এদিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "দলের বেশিরভাগ কর্মীদের দাবি, দল যেন মুম্বই পুরসভা নির্বাচনে একা লড়াই করে। যদিও কর্মীদের সঙ্গে বৈঠকের পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন উদ্ধব ঠাকরে।"

একইসঙ্গে জোট নিয়েও মুখ খোলেন সঞ্জয়। তিনি বলেন, "একা লড়ার অর্থ এটা নয় যে মহাবিকাশ আঘাড়ি জোট ভেঙে গিয়েছে। কোনও রকম ভাঙন ধরেছে। এর আগে আমরা যখন বিজেপির সঙ্গে জোটে ছিলাম তখন মুম্বইয়ে আমরা একাই লড়াই করেছি।" উল্লেখ্য, সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে বিজেপির মহাজুটি যেখানে ২৮৮ আসনের মধ্যে ২৩০টি আসনে জয় পেয়েছে। সেখানে বিরোধী শিবির পেয়েছে মাত্র ৪৬টি আসন উদ্ধব সেনা ২০, কংগ্রেস ১৬ ও এনসিপি (শরদ) ১০। বিরোধী শিবির এই নির্বাচনে কার্যত ধুলিস্যাত হলেও মুম্বইয়ে নিজেদের অস্তিত্ব ধরে রাখতে পেরেছে উদ্ধব সেনা। মুম্বই ক্ষেত্রের ৩৬ টি আসনে ১০টি আসন পেয়েছে উদ্ধব সেনা। কংগ্রেস মাত্র ৩টি ও সপা একটি।

অর্থাৎ গোটা মহারাষ্ট্রের মধ্যে শিব সেনার অন্যতম শক্তিশালী গড় মুম্বই। সেই বাল ঠাকরের আমল থেকেই শিব সেনার ঘাঁটি এখানে অত্যন্ত শক্ত। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিছু এলাকায় কংগ্রেসের কিছুটা শক্তি রয়েছে। যার জেরেই কংগ্রেস ও সপা মিলিতভাবে ৪টি আসন পায়। এদিকে শিব সেনা দ্বিখণ্ডিত হওয়ায় মুম্বইয়ের ভোটেও ভাঙন ধরেছে। উদ্ধবের হিন্দুত্ব 'হাইজ্যাক' করেছে একনাথ শিণ্ডেরা। এই অবস্থায় নিজেদের অস্তিত্ব রক্ষায় মুম্বই পুরসভা নির্বাচন উদ্ধব সেনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। সেখানে অন্য কারও সঙ্গে আসনরফায় না গিয়ে অগ্নিপরীক্ষা দেওয়ার প্রস্তুতি শুরু করে করল উদ্ধব সেনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিধানসভায় লজ্জার হারের পর সঙ্গীর উপর ভরসা হারিয়েছে উদ্ধব সেনা!
  • মুম্বইয়ের আসন্ন পুরসভা ভোটে একা লড়ার বার্তা দিলেন শিব সেনা (উদ্ধব) সাংসদ সঞ্জয় রাউত।
  • স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কী মহারাষ্ট্রে মহাবিকাশ আঘাড়ি জোটে ভাঙন ধরল?
Advertisement