shono
Advertisement

Breaking News

রাফালে ইস্যুতে সুপ্রিম ধাক্কা বিরোধীদের, কেন্দ্রকে নোটিস পাঠাচ্ছে না শীর্ষ আদালত  

সামরিক বাহিনীর জন্য রাফালের উপযোগিতা আদালতের বিচার্য বিষয় নয়৷ The post রাফালে ইস্যুতে সুপ্রিম ধাক্কা বিরোধীদের, কেন্দ্রকে নোটিস পাঠাচ্ছে না শীর্ষ আদালত   appeared first on Sangbad Pratidin.
Posted: 12:33 PM Oct 10, 2018Updated: 12:42 PM Oct 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাফালে ইস্যুতে একপ্রকার মুখ থুবড়ে পড়ল বিরোধীরা৷ বুধবার সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেল কেন্দ্র সরকার৷ রাফালে মামলার শুনানিতে এদিন শীর্ষ আফালত সাফ জানিয়ে দিল, আদালতের তরফে এখনই কেন্দ্রকে নোটিস পাঠানো হবে না৷ এছাড়া যুদ্ধবিমানটির মূল্য বা প্রযুক্তির বিষয়েও জানতে চায় না আদালত৷

Advertisement

[ইস্তফা দিলেন রাষ্ট্রসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি]

এদিন রাফালে সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি শুরু হয় প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি এস কে কউল ও বিচারপতি কে এম জোসেফের এজলাসে৷ শুনানির পর আদালত সাফ জানিয়ে দেয় সামরিক বাহিনীর জন্য রাফালের উপযোগিতা আদোতের বিচার্য্য বিষয় নয়৷ বিমানটির মূল্য এবং প্রযুক্তি বিষয়েও আদালতের কোনও আগ্রহ নেই৷ চুক্তি প্রক্রিয়াটি বৈধ না অবৈধ তা জানতে পারলেই আদালত সন্তুষ্ট৷ ফলে এখনই এই বিষয়ে কেন্দ্রকে কোনও নোটিস পাঠাচ্ছে না সুপ্রিম কোর্ট৷ তবে যুদ্ধবিমানটির ক্রয় প্রক্রিয়ার বিষয়ে জানতে চেয়েছে আদালত৷ অক্টোবরের ২৯ তারিখের মধ্যে এই সংক্রান্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র সরকারকে৷ অক্টোবরের ৩১ তারিখ মামলার পরবর্তী শুনানি হবে৷

লোকসভা নির্বাচনের আগে রাফালে নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মোর্চা খুলেছে কংগ্রেস-সহ বিরোধীরা৷ তাদের অভিযোগ, রাফালে চুক্তিতে দুর্নীতি হয়েছে৷ ফ্রান্সের থেকে অজ্ঞাত কারণে অতিরিক্ত মূল্য দিয়ে যুদ্ধবিমানটি কিনেছে মোদি সরকার৷ স্বয়ং প্রধানমন্ত্রী মোদিকে ‘চোরেদের সর্দার’ বলে তোপ দেগেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ এছাড়াও রিলায়েন্স গোষ্ঠীকে নিয়ম বহির্ভূতভাবে রাফালে বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে মোদি সরকারের বিরুদ্ধে৷ কেন্দ্রের হয়ে আদালতে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি দাবি করেন, রাফালে নিয়ে সংসদে সমস্ত প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে৷ তবুও ফের সেই প্রশ্নগুলি তুলেই একের পর এক জনস্বার্থ মামলা দায়ের করা হচ্ছে৷                              

                                  [দেবীপক্ষে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী, বাড়ল সরকারি কর্মীদের ছুটি

The post রাফালে ইস্যুতে সুপ্রিম ধাক্কা বিরোধীদের, কেন্দ্রকে নোটিস পাঠাচ্ছে না শীর্ষ আদালত   appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার