shono
Advertisement
Sensex

চারদিন ধরে শেয়ার বাজারে রক্তক্ষরণ, উধাও ৯ লক্ষ কোটি! ট্রাম্পের রক্তচক্ষুতে দালাল স্ট্রিটে ধস

Indian Stock Market Dropsবৃহস্পতিবারের বাজারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উইপ্রো।
Published By: Anwesha AdhikaryPosted: 06:48 PM Jan 08, 2026Updated: 07:13 PM Jan 08, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শুরুতেই দালাল স্ট্রিটে বড়সড় রক্তক্ষরণ। বৃহস্পতিবার একধাক্কায় ৭৮০ পয়েন্ট পড়ে গেল সেনসেক্স। আড়াইশোর পয়েন্টেরও বেশি পতন হয়েছে নিফটির সূচকে। বৃহস্পতিবারের বাজারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উইপ্রো। অন্যান্য তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির শেয়ারও লোকসানের খাতায় গিয়েছে। কিন্তু বছরের শুরুতেই কেন এভাবে ধস নামছে দালাল স্ট্রিটে?

Advertisement

বৃহস্পতিবারের পরিসংখ্যান বলছে, ৭৮০.১৮ পয়েন্ট পতন হয়ে বাজার বন্ধের সময়ে সেনসেক্সের সূচক ৮৪১৮০.৯৬। অন্যদিকে নিফটির সূচক ২৫৮৭৬.৮৫-তে নেমে যায়, ২৬৩.৯০ পয়েন্ট পতনের পর। গত চারদিনে ১৬০০ পয়েন্ট পড়েছে সেনসেক্স। তার জেরে ৯ লক্ষ কোটি টাকা খুইয়েছেন বিনিয়োগকারীরা। টানা চারদিন ধরে দালাল স্ট্রিটে ধস অব্যাহত। আগামী সপ্তাহেও শেয়ার বাজারে আশার আলো মিলবেই, জোর দিয়ে বলতে পারছেন না কেউই।

কিন্তু কেন এইভাবে লাগাতার ধস নামছে শেয়ার বাজারে? বিশ্লেষকদের মতে প্রথমেই উঠে আসছে ডোনাল্ড ট্রাম্পের শুল্কবাণের প্রসঙ্গ। বুধবারই মার্কিন প্রেসিডেন্ট একটি বিলে অনুমোদন দিয়েছেন। সেই বিলের সারমর্ম, রাশিয়ার সঙ্গে বাণিজ্যকারী দেশগুলির উপর ৫০০ শতাংশ শুল্ক বসানো হবে। অর্থাৎ ভারতের উপরেও ৫০০ শতাংশ শুল্ক চাপতে পারে। ইতিমধ্যেই ভারতের উপর ৫০ শতাংশ মার্কিন শুল্ক থাকায় ভারতীয় অর্থনীতি যথেষ্ট ধাক্কা খেয়েছে। আগামী দিনে শুল্ক বৃদ্ধির আশঙ্কায় বৃহস্পতিবার সকাল থেকেই বেড়েছে শেয়ার বিক্রির ধুম।

মূলত বিদেশি বিনিয়োগকারীরাই ভারতীয় সংস্থা থেকে শেয়ার বিক্রি করে দিচ্ছেন। পরিসংখ্যান বলছে, একদিনেই ১৫২৮ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। আগামী অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার বাড়বে বলে পূর্বাভাস থাকলেও, সেই বৃদ্ধির প্রভাব বাজারে এখনও পড়েনি। এছাড়াও বছরের শুরুতে ভেনেজুয়েলায় আমেরিকার হামলা, ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে ট্রাম্পের নেতিবাচক মন্তব্য, রাশিয়া এবং আমেরিকার টানাপোড়েন-নানা ঘটনায় আন্তর্জাতিক পরিস্থিতি অস্থির হয়ে রয়েছে। তার প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারেও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৭৮০.১৮ পয়েন্ট পতন হয়ে বাজার বন্ধের সময়ে সেনসেক্সের সূচক ৮৪১৮০.৯৬।
  • বুধবারই মার্কিন প্রেসিডেন্ট একটি বিলে অনুমোদন দিয়েছেন। সেই বিলের সারমর্ম, রাশিয়ার সঙ্গে বাণিজ্যকারী দেশগুলির উপর ৫০০ শতাংশ শুল্ক বসানো হবে।
  • আগামী অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার বাড়বে বলে পূর্বাভাস থাকলেও, সেই বৃদ্ধির প্রভাব বাজারে এখনও পড়েনি।
Advertisement