shono
Advertisement
Sensex

শেয়ার বাজারে ট্রাম্প-আতঙ্ক! অর্থবর্ষের প্রথম দিনেই সেনসেক্স-নিফটি পড়ল ১২০০ ও ৩০০ পয়েন্ট

মার্কিন শুল্ক নীতির জেরে আইটি স্টকেও ব্যাপক প্রভাব পড়েছে।
Published By: Kishore GhoshPosted: 01:23 PM Apr 01, 2025Updated: 01:46 PM Apr 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতায় এসেই ভারত-সহ একাধিক দেশের বিরুদ্ধে শুল্কযুদ্ধ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামিকাল ২ এপ্রিল থেকে কার্যকর হবে পারস্পরিক কর। সেই আতঙ্কে ভারতে শেয়ার বাজারে ব্যাপক ধস নামল। নতুন অর্থবর্ষের প্রথম দিনেই আন্তর্জাতিক বাজারের প্রভাবে সেনসেক্স সূচক এক ধাক্কায় ১২০০ পয়েন্ট পড়ল।

Advertisement

সকাল থেকেই ঘায়েল বম্বে স্টক এক্সচেঞ্জ। সেনসেক্স ৫৩২ পয়েন্ট পড়ে ৭৬,৮৮২ পয়েন্টে খুলেছিল। সেই পতন অব্যাহত থেকে বেলা সাড়ে এগারোটায় তা পৌঁছে যায় ১২৬৮.৩২ পয়েন্টে। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি৫০ সকালেই ৩২৮.৫৫ পয়েন্ট পড়ে ২৩,১৯০.৮০ পয়েন্টে নেমে আসে। তারপর বেলা সাড়ে এগারোটা নাগাদ এই সূচক ২৩ হাজারেরও নিচে নেমে যায়। মার্কিন শুল্ক নীতির কারণে আইটি স্টকেও ব্যাপক প্রভাব পড়েছে। নিফটি আইটি ইনডেক্স ২.৩ শতাংশে নেমে এসেছে।

এদিকে মঙ্গলবার ভারতের আশঙ্কা বাড়িয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, “দীর্ঘদিন ধরে অন্যায্য শুল্কনীতি মেনে নিয়েছি। মার্কিন কৃষিজাত পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক বসায় ভারত। দুগ্ধজাত পণ্যে ইউরোপীয় ইউনিয়ন ৫০ শতাংশ কর চাপায়। তার জেরে লোকসানে পড়েন আমেরিকার ব্যবসায়ীরা। তাই এবার ইটের বদলে পাটকেল দেওয়ার সময় এসেছে।” তবে কোন দেশের উপর আমেরিকা কত শুল্ক বসাতে চলেছে, সেই নিয়ে লেভিট কিছু বলেননি। যদিও শুল্কযুদ্ধে ‘বন্ধু’ নরেন্দ্র মোদিকে সূচাগ্র মেদিনীও যে ছাড়বেন না ট্রাম্প, এমনটাই ইঙ্গিত লেভিটের মন্তব্যে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সকাল থেকেই ঘায়েল বম্বে স্টক এক্সচেঞ্জ।
  • মঙ্গলবার ভারতের আশঙ্কা বাড়ালেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট।
Advertisement