shono
Advertisement
Ram Navami

দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা মোদি-মমতা-রাহুলের, শান্তিরক্ষার বার্তা মুখ্যমন্ত্রীর

আজ রামেশ্বরমে ভারতের প্রথম ভার্টিক্যাল রেল ব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
Published By: Subhajit MandalPosted: 10:50 AM Apr 06, 2025Updated: 10:51 AM Apr 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামনবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে একই সঙ্গে রাজ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখারও আর্জি জানিয়েছেন মমত।

Advertisement

রবিবার সকালে সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর বার্তা, "সকলকে রামনবমীর শুভেচ্ছা। আমাদের সকল পদক্ষেপে প্রভু রামের আশীর্বাদ সঙ্গে থাক।" আজ তামিলনাড়ুর মণ্ডপম শহর থেকে রামেশ্বরম দ্বীপ পর্যন্ত বিস্তৃত দেশের প্রথম ‘উল্লম্ব’ রেল সেতু পামবানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি। এই রেল সেতু দেশের প্রথম ভার্টিকাল লিফট রেল ব্রিজ, যা প্রয়োজনে নিজেই নিজেকে তুলতে পারে আকাশে যাতে বিশাল জাহাজ সমুদ্রপথে নির্বিঘ্নে পার হতে পারে। এক্স হ্যান্ডেলের পোস্টে সে কথাও লিখেছেন প্রধানমন্ত্রী।

সোশাল মিডিয়ায় রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। এক্স হ্যান্ডেলে কংগ্রেস নেতার বার্তা, "সকলকে রামনবমীর শুভেচ্ছা। এই পবিত্র উৎসব সকলের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসুক।"

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রামনমবীর শুভেচ্ছা জানিয়েছেন। তবে একই সঙ্গে বঙ্গবাসীর কাছে অশান্তি এড়িয়ে চলার বার্তাও দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বার্তা, "সকলকে রামনবমীর শুভেচ্ছা। সকলের কাছে আমার আবেদন, শান্তি, সম্প্রীতি এবং উন্নতির ধারা বজায় রাখুন। আমি চাই সবাই সাফল্যের সঙ্গে শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করুক।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রামনবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
  • রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
  • একই সঙ্গে রাজ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখারও আর্জি জানিয়েছেন মমত।
Advertisement