সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজু পাল হত্যাকাণ্ড ঘটেছিল ২০০৫ সালে। সেই ঘটনার সাক্ষী ছিলেন উমেশ পাল (Umesh pal)। গত ফেব্রুয়ারিতে তিনি খুন হন। গ্যাংস্টার আতিক আহমেদ ও তাঁর ছেলে আসাদ আহমেদ ছিলেন সেই হত্যার পিছনে। পুলিশের এনকাউন্টারে আসাদের মৃত্যু হয়েছিল কয়েকদিন আগে। গত শনিবার আততায়ীর গুলিতে মারা গিয়েছেন আতিকও (Atiq Ahmed)। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন নিহত উমেশ পালের স্ত্রী। তাঁর গলায় স্পষ্টতই স্বস্তির সুর।
এক সংবাদমাধ্যমের সামনে মুখ খোলার সময় জয়া পাল কার্যতই কান্নায় ভেঙে পড়েন। স্বামীর মৃত্যু যে এখনও তাঁর বুকে কাঁটার মতো বিঁধে রয়েছে, তা স্পষ্ট হয়ে ওঠে তাঁর কথায়। নিজের সন্তানদের প্রসঙ্গে জয়া বলেন, ”ওরা অনাথ হয়ে গিয়েছে। কেউ জানতেও চায় না ওরা কেন স্কুলে যায় না।”
[আরও পড়ুন: ‘বিজেপি নেতারা মুখ্যমন্ত্রীর কাপড় খুলে দেবে’, ফের ‘কুকথা’ দিলীপের মুখে]
পাশাপাশি আতিক-পত্নী শায়েস্তা প্রসঙ্গেও মুখ খুলেছেন তিনি। এই মুহূর্তে পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রয়েছেন শায়েস্তা। তাঁর মাথার দাম ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। এই প্রসঙ্গে জয়ার কথায়, ”শায়েস্তা ওঁর স্বামীর অন্যায় কাজকে সমর্থন করেছিলেন। এখন পালিয়ে বেড়াতে হচ্ছে।” এদিকে আসাদের এনকাউন্টার প্রসঙ্গে তাঁর মন্তব্য, ”ছেলে তো বাবার প্রতিফলন। আসাদের মধ্যে অপরাধের বীজ ওর বাবাই পুঁতেছিলেন।”
আতিক-আসাদের পরিণতিতে স্বস্তির সুর জয়ার গলায়। আর এর জন্য তিনি দায়ী করছেন শায়েস্তাকে। তিনি বলছেন, ”যা হয়েছে সেজন্য শায়েস্তাই দায়ী।” উল্লেখ্য, উমেশ পালের বাড়ির বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেউ দেখা করতে এলে তাঁকে ভাল করে তল্লাশি করে তবেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে।