নিজের ১১ বছরের মেয়েকে দিনের পর দিন ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হল বাবার। গত ৯ জানুয়ারি দিল্লির আদালত এই রায় দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, সবচেয়ে পবিত্র সম্পর্ককেই নষ্ট করে দিয়েছে দোষী!
ধর্ষণ এবং পকসো ধারায় মামলা দায়ের হয়েছিল বছর সাইত্রিশের ওই যুবকের বিরুদ্ধে। সেই মামলায় দিল্লির নিম্ন আদালতের বিচারক অমিত শেহরাওয়াত অভিযুক্ত বাবাকে দোষী সাব্যস্ত করে এই রায় দিয়েছেন। সরকারি আইনজীবী আদালতে জানান, বাবা হিসাবে ওই যুবক যে কাজ করেছে, তা গোটা সমাজকেই নাড়িয়ে দিয়েছে। সরকারি আইনজীবীর এই কথায় সহমত পোষণ করেছে আদালত। নিম্ন আদালতের বিচারক বলেন, "সরকারি আইনজীবী বলেছেন, মানবসভ্যতার সবচেয়ে পবিত্র সম্পর্ককে নষ্ট করেছে ওই যুবক। তাঁর এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করছে আদালত। দোষী তার নিজের মেয়েকে বারবার, দিনের পর দিন ধর্ষণ করেছে। এর মতো ঘৃণ্য অপরাধ আর হতে পারে না। দোষী আমৃত্যু কারাগারে বন্দি থাকবে।"
আদালত জানিয়েছে, নির্যাতিতা কিশোরী এখনও আতঙ্কে রয়েছে। মানসিক ভাবে বিপর্যস্ত সে। তাকে সাড়ে ১০ লাখ টাকার ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।
