shono
Advertisement

সিমলার বৈঠকেই আসনরফা নিয়ে প্রাথমিক আলোচনা বিরোধীদের! আলোচনা একাধিক রাজ্য নিয়ে

সিমলার বৈঠকের দিনক্ষণও চূড়ান্ত করে ফেলেছে বিরোধী শিবির।
Posted: 04:54 PM Jun 28, 2023Updated: 04:54 PM Jun 28, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিমলায় বিরোধীদের মেগা বৈঠক হতে পারে আগামী ১৪ জুলাই। সব ঠিক থাকলে বিরোধী শিবিরের বড় নেতারা ১৩ জুলাই পৌঁছে যাবেন। কংগ্রেস শাসিত হিমাচল সরকারের আতিথেয়তা গ্রহণ করবেন তাঁরা। ১৩ তারিখ প্রাথমিকভাবে একটা আলোচনা হবে। ১৪ তারিখ আনুষ্ঠানিক বৈঠক। এমনটাই সূত্রের খবর।

Advertisement

সূত্রের খবর, সিমলার বিরোধী বৈঠক (Simla Opposition Meet) আরও ব্যাপক এবং আরও বৃহৎ হতে পারে। আগের বৈঠকে যে ১৭টি দল অংশ নিয়েছিল, তার পাশে আরও বেশ কয়েকটি ছোট দল অংশ নিতে পারে। এর মধ্যে রয়েছে আরএসপি (RSP), ভিসিকে, আইইউএমএল (IUML), ফরওয়ার্ড ব্লক। সব মিলিয়ে সিমলার মহাবৈঠকে অন্তত ২০টি দল অংশগ্রহণ করতে পারে। তবে আম আদমি পার্টির ওই বৈঠকে যোগ দেওয়া নিয়ে সংশয় এখনও অব্যাহত। কারণ দিল্লি অর্ডিন্যান্স নিয়ে কংগ্রেস এখনও নিজেদের অবস্থান স্পষ্ট করেনি।

[আরও পড়ুন: মুম্বইয়ের ভার্সোভা-বান্দ্রা ব্রিজ হল ‘বীর সাভারকর সেতু’, হিন্দুত্বেই ভরসা রাখছে বিজেপি]

তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, সিমলার ওই বৈঠক থেকেই প্রাথমিকভাবে আসন সমঝোতার আলোচনা শুরু হয়ে যেতে পারে। সূত্রের খবর, যে সমস্ত রাজ্যে জোট নিয়ে বিশেষ জটিলতা নেই, সেই রাজ্যগুলিতে আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু হয়ে যেতে পারে। শোনা যাচ্ছে শিমলার বৈঠকে বিহার, মহারাষ্ট্র, তামিলনাড়ু, ঝাড়খণ্ডের মতো রাজ্যে কংগ্রেসের সঙ্গে স্থানীয় দলগুলির জোট রয়েছে। এই রাজ্যগুলিতে আসন সমঝোতা নিয়ে প্রাথমিক আলোচনা সিমলাতেই হয়ে যাবে। আবার উত্তরপ্রদেশের মতো রাজ্য যেখানে স্থানীয় দলের সঙ্গে কংগ্রেসের জোটে বিশেষ জটিলতা নেই, সেই রাজ্যেও আসন সমঝোতা নিয়ে আলোচনা হয়ে যেতে পারে।

[আরও পড়ুন: নতুন সংসদের প্রথম অধিবেশন কবে? মিলল ইঙ্গিত, চালু হতে পারে নয়া ড্রেস কোডও]

সূত্রের দাবি, আঞ্চলিক দলগুলি চাইছে কংগ্রেস (Congress) নিজেদের ‘অহং’ ছেড়ে আলাদা আলাদা রাজ্যের ‘বাস্তব’ পরিস্থিতির উপর দাঁড়িয়ে আসন দাবি করুক। তাতে আসন সমঝোতায় সুবিধা হবে। তবে কংগ্রেস সূত্রের খবর, দল আসন সমঝোতার ব্যাপারে নমনীয় হলেও মাত্রাতিরিক্ত নমনীয়তা দেখাবে না। যেখানে যেটুকু প্রয়োজন তার বেশি আত্মত্যাগে রাজি নয় হাত শিবির। তাছাড়া বাংলা, দিল্লি, পাঞ্জাবের মতো রাজ্যগুলিতে জোট নিয়ে এখনও জটিলতা রয়েছে। সেই রাজ্যগুলি নিয়ে সিমলায় আলোচনা হবে কিনা স্পষ্ট নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement