shono
Advertisement
UP Police

যোগীরাজ্যে ফের এনকাউন্টার, গুলিতে খতম মুখতার গ্যাংয়ের শার্প শুটার-সহ ২ দুষ্কৃতী

শার্প শুটার শাহরুখ পাঠানের মাথার দাম ছিল ৫০ হাজার টাকা।
Published By: Amit Kumar DasPosted: 10:39 AM Jul 14, 2025Updated: 10:39 AM Jul 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে মাফিয়ারাজের শিকড় উপড়ে ফেলতে ফের পুলিশি অভিযান। রবিবার রাতে মুজফফরনগর জেলায় এসটিএফের এনকাউন্টারে মৃত্যু হল মুখতার গ্যাংয়ের দুই সদস্যের। মৃতরা হলেন, সঞ্জীব জিভা ও মুখতার গ্যাংয়ের শার্প শুটার শাহরুখ পাঠান। এর মাথার দাম ছিল ৫০ হাজার টাকা। দুটি দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালায় মিরাট পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ছাপরা থানা এলাকায় বিজোপুরা ক্রসিংয়ের কাছে শাহরুখ পাঠানের গাড়ি ঘিরে ফেলে পুলিশ। বেগতিক দেখে পুলিশকে অন্তত ১০ রাউন্ড গুলি ছোড়ে আততায়ীরা। পালটা জবাবে মৃত্যু হয় জিভা ও শাহরুখের। পুলিশের দাবি, মৃতদের মধ্যে জিভা ওই অঞ্চলের কুখ্যাত গ্যাংস্টার ও শাহরুখ মুখতার গ্যাংয়ের শার্প শুটার হিসেবে কাজ করত। ঘটনাস্থল থেকে ৩টি পিস্তল, ৬০টি কার্তুজ ও গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশের তরফে জানানো হয়েছে, এনকাউন্টারে নিহত অপরাধীদের বিরুদ্ধে এক ডজনের বেশি মামলা রয়েছে। অতীতে ডাকাতি ও পুলিশ হেফাজতে খুনেরও অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। এই দুই অপরাধীর মৃত্যু বড় সাফল্য হিসেবে মনে করছে পুলিশ।

উল্লেখ্য, উত্তরপ্রদেশ রাজনীতির চির বিতর্কিত মুখ গ্যাংস্টার মুখতার আনসারি। উত্তরপ্রদেশের মউ সদর বিধানসভা কেন্দ্রের পাঁচ বারের বিধায়ক ছিলেন তিনি। ২০০৫ সালের নভেম্বর মাসে গাজিপুরের বিধায়ক কৃষ্ণানন্দ রাই সহ ৭ জনকে খুনের অভিযোগ ওঠে মুখতারের বিরুদ্ধে। সেই মামলায় ১০ বছরের কারাবাস হয় তাঁর। পাশাপাশি অস্ত্রের ভুয়ো শংসাপত্র মামলায় মাফিয়া রাজনীতিকের যাবজ্জীবন কারাদণ্ডেরও সাজা শোনায় আদালত। অন্তত ৬০টি মামলা চলছিল এই রাজনীতিবিদের বিরুদ্ধে। মামলা চলাকালীনই মার্চ মাসে জেলে মৃত্যু হয় মুখতারের। অভিযোগ ওঠে জেলে নাকি ‘স্লো পয়জান’ করে হত্যা করা হয়েছে তাঁকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উত্তরপ্রদেশে মাফিয়ারাজের শিকড় উপড়ে ফেলতে ফের পুলিশি অভিযান।
  • রবিবার রাতে মুজফফরনগর জেলায় এসটিএফের এনকাউন্টারে মৃত্যু হল মুখতার গ্যাংয়ের দুই সদস্যের।
  • মৃতরা হলেন, সঞ্জীব জিভা ও মুখতার গ্যাংয়ের শার্প শুটার শাহরুখ পাঠান।
Advertisement