shono
Advertisement

আমলা পদে সংঘের লোক ঢোকাতেই সরকারের বিজ্ঞাপন, প্রশ্ন সীতারামের

ইউপিএসসি পরীক্ষা না দিয়েও আমলা হওয়ার পথ খুলে দিয়েছে মোদি সরকার৷ The post আমলা পদে সংঘের লোক ঢোকাতেই সরকারের বিজ্ঞাপন, প্রশ্ন সীতারামের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:31 PM Jun 10, 2018Updated: 09:01 PM Jun 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউপিএসসি পরীক্ষা না দিয়েও কেউ আমলা পদে যোগ দিতে পারেন৷ সে দরজা খুলে দিয়েছে সরকার৷ রীতিমতো বিজ্ঞাপন দিয়ে যুগ্ম সচিব মর্যাদার পদে ল্যাটারাল এন্ট্রির পথ প্রশস্ত করে দিয়েছে মোদি সরকার৷ আর সে কারণেই তোপ দাগলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ তাঁর প্রশ্ন, আমলা পদে সংঘের লোক ঢোকাতেই কি মোদির এই সিদ্ধান্ত?

Advertisement

[  লালুর পরিবারে অশান্তি, ছোট ভাইয়ের সাফল্যে হিংসে তেজপ্রতাপের! ]

বিজ্ঞাপন অনুযায়ী, বেশ কয়েকটি আমলা পদে লোক নিতে চলেছে সরকার৷ কিন্তু তাঁদের ইউপিএসসি পরীক্ষা না দিলেও হবে৷ শীর্ষ সারির কয়েকটি দৈনিক সংবাদপত্রে রবিবার এই বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে৷ যেখানে দেখা যাচ্ছে, অন্তত ১০টি পদে লোক নিতে চলেছে সরকার৷ তাঁদের যোগ্যতাই হবে শেষ কথা৷ ইউপিএসসি পরীক্ষার বদলে ব্যক্তিগত উৎকর্ষতার দিকে চোখ মোদি প্রশাসনের৷ নিঃসন্দেহে তা বেশ নজরকাড়া সিদ্ধান্ত৷ নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা বজায় রাখতে কাগজে আবেদনপত্র গ্রহণ করা হবে না৷ পুরো পদ্ধতিটাই হবে অনলাইনে৷ নির্বাচিত ব্যক্তিদের বেতন ও অন্যান্য শর্তও বিশদে ব্যাখ্যা করা হয়েছে৷

[  মোদির অহংকারের কারণেই ছেড়ে যাচ্ছে শরিকরা, তোপ চন্দ্রবাবুর ]

তবে এই বিজ্ঞাপন নিয়েই এবার বিতর্ক তৈরি হয়েছে৷ ইউপিএসসি পরীক্ষার মাধ্যমেই সাধারণত আমলা পদে নিয়োগ হয়৷ এতদিন ধরে এই নিয়ম চলেই আসছে৷ এবং বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় থাকলেও এর ব্যতিক্রম হয়নি৷ সকলেই নিয়োগের এই পদ্ধতিকে মান্যতা দিয়েছে৷ অনেকে বলছেন, মোদি সরকার ব্যতিক্রম হওয়ায় আমলা পদে আরও যোগ্য লোকের নির্বাচিত হওয়ার রাস্তা খুলে গেল৷ ইউপিএসসি পরীক্ষা হয়তো কেউ দেননি, কিন্তু কোনও বিশেষ ক্ষেত্রে তাঁর দক্ষতা প্রশ্নাতীত৷ তিনিও এভাবে দেশের কাজে লাগতে পারেন৷ অবশ্য পালটা সমালোচনাও হচ্ছে৷ সে জল্পনাই উসকে দিলেন সীতারাম ইয়েচুরি৷ তাঁর দাবি, এতদিনের পরীক্ষীত পদ্ধতিটিকে এবার বাতিল করা হল৷ কিন্তু কেন? তাঁর প্রশ্ন, আমলা পদে সংঘের লোক ঢোকাতেই কি এই সিদ্ধান্ত নিল সরকার? আপতত এই বিজ্ঞাপন নিয়ে বেশ জলঘোলা শুরু হয়েছে৷ বিতর্ক দেখা দিয়েছে রাজনৈতিক মহলেও৷

The post আমলা পদে সংঘের লোক ঢোকাতেই সরকারের বিজ্ঞাপন, প্রশ্ন সীতারামের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার