তেলেঙ্গানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু তিন শিশু-সহ ৬ জনের। সিরমাউর জেলার ঘানদুরি গ্রামে গভীর রাতে একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়। মুহূর্তে পাশাপাশি একাধিক বাড়িতে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পরে আগুনের গ্রাসে চলে যায় একাধিক বাড়ি। ভিতরে আটকে পড়ে অগ্নিদগ্ধ এবং শ্বাসরুদ্ধ ছয় জনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাত তিনটে নাগাদ বিস্ফোরণ ঘটে। বাড়িগুলির সকলে সেই সময় ঘুমন্ত অবস্থায় ছিলেন। মুহূর্তে দাউদাউ শিখায় জ্বলতে থাকে বাড়িগুলি। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। কীভাবে বিস্ফোরণ হল তা এখনও স্পষ্ট নয়। প্রতিবেশীরা পুলিশ ও দমকলে খবর দেন। যদিও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সম্পূর্ণ ভস্মীভূত হয় একাধিক বাড়ি। শেষ পর্যন্ত একজন আহত ব্যক্তিকে উদ্ধার করা গিয়েছে।
ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫০ বছরের নরেশ কুমার ও তাঁর স্ত্রী ৪৪ বছরের তৃপ্তির, ৩৬ বছরের কবিতা এবং তিন শিশু ১৩ বছরের কির্তীকা ও সারিকা এবং ৩ বছরের কার্তিকের। উল্লেখ্য, তেলেঙ্গানার ওই গ্রামটিতে মাঘি উৎসব চলছে। সেই সূত্রে আত্মীয়-বন্ধুরা একত্রিত হয়েছিলেন। দুর্ঘটনার সময় বাড়িতে ৮-১০ জন ছিলেন। বাকিরা পালাতে সক্ষম হলেও তিন শিশু-সহ ৬ জন তা পেরে ওঠেনি। গোয়ালে থাকা দু'টি গরু এবং একটি বাছুর আগুনের গ্রাসে মারা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
