shono
Advertisement
Jammu and Kashmir

কিস্তওয়াড়ার জঙ্গলে অব্যাহত গুলির লড়াই, শহিদ এক কমান্ডো, আহত ৭ জওয়ান

দুই থেকে তিন জন পাক মদতপুষ্ট জইশ জঙ্গি অতর্কিতে গুলি ছোড়ার পাশাপাশি গ্রেনেড ছোড়ে জওয়ানদের লক্ষ্য করে। এই হামলায় আহত হন ৮ জওয়ান। এঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এয়ারলিফট করে নিয়ে যাওয়া হয় উধমপুরের সেনা হাসপাতালে।
Published By: Amit Kumar DasPosted: 07:50 PM Jan 19, 2026Updated: 07:50 PM Jan 19, 2026

জম্মু ও কাশ্মীরে ফের 'সন্ত্রাসের চাকে' ঘা নিরাপত্তাবাহিনীর। রবিবার রাত থেকে চলা অভিযানে নিরাপত্তাবাহিনীর এক কমান্ডো শহিদ হয়েছেন। সোমবার এই তথ্য প্রকাশ্যে এনেছে সেনাবাহিনী। জানা যাচ্ছে, রবিবার রাতে জম্মু ও কাশ্মীরের কিস্তওয়াড়ায় সেনা অভিযান চলাকালীন জঙ্গিদের গুলিতে আহত হয়েছিলেন ৮ জন জওয়ান। সেই তালিকাতেই ছিলেন উত্তরাখণ্ডের বাসিন্দা ওই কমান্ডো গজেন্দ্র সিং।

Advertisement

সেনা সূত্রে জানা গিয়েছে, রবিবার সেনার কাছে খবর আসে কিস্তওয়াড়ের চতরু এলাকার সোন্নার গ্রামে বেশ কয়েকজন জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে। গোপন খবরের ভিত্তিতে গোটা এলাকা ঘিরে ফেলে অভিযানে নামে সেনা ও পুলিশের যৌথবাহিনী। সেই অভিযানে জঙ্গিদের তরফে অতর্কিত হামলা চলে। দুই থেকে তিন জন পাক মদতপুষ্ট জইশ জঙ্গি অতর্কিতে গুলি ছোড়ার পাশাপাশি গ্রেনেড ছোড়ে জওয়ানদের লক্ষ্য করে। এই হামলায় আহত হন ৮ জওয়ান। এঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এয়ারলিফট করে নিয়ে যাওয়া হয় উধমপুরের সেনা হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলাকালীন শহিদ হন 'হোয়াইট নাইট ক্রপসে'র জওয়ান গজেন্দ্র সিং।

ওই জওয়ানের মৃত্যুতে শ্রদ্ধা জানানো হয়েছে 'হোয়াইট নাইট ক্রপসে'র সকল আধিকারিক ও জওয়ানদের তরফে হাবিলদার গজেন্দ্র সিংকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। তিনি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ‘অপারেশন ত্রাশি’ চলাকালীন বীরত্বের সঙ্গে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তাঁর অদম্য সাহসকে আমরা স্যালুট জানাই। পাশাপাশি এই কঠিন সময়ে আমরা প্রত্যেকে তাঁর শোকাহত পরিবারের পাশে রয়েছি।

এদিকে শেষ পাওয়া খবর, জঙ্গল ঘেরা ওই এলাকা ঘিরে ফেলে জরকদমে শুরু হয়েছে তল্লাশি। ৫ থেকে ৬ জন জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। এদের মধ্যে একাধিক বিদেশি জঙ্গি রয়েছে বলে অনুমান করছে সেনা। জারি রয়েছে গুলির লড়াইও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement