shono
Advertisement

ন্যাশনাল হেরাল্ড তদন্ত প্রভাবিত হতে পারে, রাহুলকে পাসপোর্ট দেওয়ার বিরোধিতায় সুব্র্যহ্মণ্যম স্বামী

অনিশ্চিত কংগ্রেস সাংসদের আমেরিকা সফর।
Posted: 04:53 PM May 25, 2023Updated: 04:53 PM May 25, 2023

সোমনাথ রায়, নয়াদিল্লি: খারিজ হয়েছে তাঁর সাংসদপদ। তাই কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট পেতে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)-এর আবেদন করেছিলেন রাহুল গান্ধী। তাতে আপত্তি জানালেন বিজেপি নেতা তথা আইনজীবী সুব্রহ্মণ্যম স্বামী। আদালতে বলেন, পাসপোর্ট পেলে বিদেশে গিয়ে ন্যাশনাল হেরাল্ড (National Herald) তদন্তে সাক্ষীদের উপর প্রভাব খাটাতে পারেন রাহুল। তাই তাঁকে এনওসি দেওয়া উচিত নয়।

Advertisement

২০১৯ সালের নির্বাচনের আগে এক জনসভায় রাহুলের ‘মোদি-মন্তব্য’ করে সংসদের সদস্যপদ খুইয়েছেন কংগ্রেস নেতা। তাই বাংলো ছাড়ার পর নিজে থেকেই কূটনীতিক (ডিপ্লোম্যাট) পাসপোর্ট জমা দিয়েছেন রাহুল। ৩০ মে আমেরিকায় কর্মসূচি রয়েছে রাহুলের। তাই তার আগে তাঁর প্রয়োজন পাসপোর্ট।

[আরও পড়ুন: বন সহায়ক পদে প্যানেল বাতিলের রায়কে চ্যালেঞ্জ, মামলাই শুনল না হাই কোর্টের ডিভিশন বেঞ্চ]

যেহেতু ন্যাশনাল হেরাল্ড মামলায় জামিনে মুক্ত রয়েছেন তিনি, তাই নতুন পাসপোর্টের জন্য আদালতের এনওসি (NOC) প্রয়োজন। সেই কারণেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। প্রাথমিক পর্যবেক্ষণে মঙ্গলবার আদালত জানিয়েছিল, এনওসি পেতে কোনও বাধা থাকার কথা নয়। তবু মামলাকারী সুব্রহ্মণ্যম স্বামীর (Subhramian Swamy) মতামত জানতে চাওয়া হয়। জবাবে নিজের আপত্তি জানান বিজেপি নেতা। আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি।

[আরও পড়ুন: ৭ বছরে ৩০ শিশুকে ধর্ষণ করে খুন! যুবককে প্রাণদণ্ড দিল দিল্লির আদালত]

আদালতে পাসপোর্ট নিয়ে মামলা বিচারাধীন। যার ফলে রাহুলের আমেরিকা সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ আগামী ২৮ মে আমেরিকায় পৌঁছানোর কথা রাহুলের (Rahul Gandhi)। ২৬মে যদি মামলার নিষ্পত্তি না হয়, তাহলে রাহুলের মার্কিন সফর অনিশ্চিত হয়ে যেতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement