সোমনাথ রায়, নয়াদিল্লি: নিরপেক্ষতা, স্বচ্ছতার এক দুরন্ত নিদর্শনের সাক্ষী থাকলো বৃহস্পতিবারের সুপ্রিম কোর্ট (Supreme Court)। এদিন বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে ছিল রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ পদ বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে করা মামলার শুনানি। নিজে না হলেও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কংগ্রেসের সঙ্গে যুক্ত। তাই রাহুলের মামলা থেকে নিজে থেকেই সরে দাঁড়াতে চাইলেন বিচারপতি গাভাই।
এদিন শুনানির শুরুতেই আদালতে পরিবারের কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকার কথা বলেন বিচারপতি গাভাই। দু’পক্ষের আইনজীবীদের কাছে জানতে চান, এর পরেও তাঁরা কি চান, যে তিনি এই মামলা শুনুন? তাঁর বক্তব্য শেষ হতেই রাহুলের আইনজীবী অভিষেক মনু সিংভি এবং পূর্ণেশ মোদির আইনজীবী মহেশ জেঠমালানি (Mahesh Jethmalani), দুজনেই জানান তাঁদের কোনও আপত্তি নেই। নিরপেক্ষতা এবং স্বচ্ছতার স্বার্থে বিচারপতি গাভাই যেভাবে, নিজের পরিবারের কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকার কথা আগেভাগে বলে দিলেন, সেটা প্রশংসা কুড়িয়েছে নেটদুনিয়ায়।
[আরও পড়ুন: ‘চেয়ারের কেয়ার করি না, ইন্ডিয়ার পাশে সৈনিক তৃণমূল’, একুশের মঞ্চে বার্তা মমতার]
ঠিক কি বলেছিলেন বিচারপতি গাভাই (BR Gavai)? তাঁর বক্তব্য, “শুনানি শুরুর আগেই একটা কথা স্পষ্ট করে দিতে চাই সদস্য না হলেও, আমার বাবা দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। মিস্টার সিংভি, আপনিও চল্লিশ বছরের উপর কংগ্রেসের সঙ্গে যুক্ত কাজেই খুব ভালো করে জানেন যে, আমার ভাই নিজেও প্রত্যক্ষভাবে কংগ্রেস করে। আমি চাই শুনানি শুরুর আগে আপনারা নিজেদের মধ্যে আলোচনা করুন এবং জানান আদৌ এই মামলা আমার শোনা উচিত কিনা” দুই আইনজীবীই জানান, তাঁদের কোনও আপত্তি নেই। এরপর বিচারপতি বলেন, “আমি মনে করি কংগ্রেসের সঙ্গে আমার পরিবারের এই সম্পর্কের কথা সবার জেনে রাখা উচিত। আমি চাইনা ভবিষ্যতে এই নিয়ে কোন আলোচনা হোক। আমরা সবাই জানি আমার বাবা, সিংভিজি আপনার বাবা এবং মহেশ জেঠমালানির বাবা- তিনজনেই একসঙ্গে সংসদে ছিলেন। তিনজনে খুব ভালো বন্ধু ছিলেন। আমি খুবই সম্মানিত ও গর্বিত যে, আমি একসময় রাম জেঠমালানির মতো প্রখ্যাত আইনজীবীর জুনিয়র হিসেবে কাজ করেছি।”
[আরও পড়ুন: বকেয়া আদায়ে গান্ধীজয়ন্তীতে দিল্লি অভিযান অভিষেকের, ডাক বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়েরও]
সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রে বিচারব্যবস্থা, বিচারক, বিচারপতিদের পক্ষপাতদুষ্টতার অভিযোগ উঠেছে। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিভিন্ন বিচারপতির ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ পর্যবেক্ষণ, সুরাটের নিম্ন আদালত, গুজরাট হাই কোর্টে যে বিচারক-বিচারপতিরা রাহুল গান্ধীর সংসদ পদ বাতিলের রায় দিয়েছেন, তাঁদের সঙ্গে বিজেপি যোগ, দেশের প্রাক্তন প্রধান বিচারপতির ঐতিহাসিক রায়দানের পর রাজ্যসভায় রাষ্ট্রপতির মনোনীত সাংসদ হওয়ার মতো নানা ক্ষেত্রে প্রশ্ন উঠেছে নিরপেক্ষতা নিয়ে। সেই আবহে বিচারপতি বি আর গাভাইয়ের এদিনের ভূমিকা প্রশংসিত হয়েছে দেশ, সমাজের সব প্রান্তে।
