সোমনাথ রায়, নয়াদিল্লি: আর জি কর নিয়ে দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলা ছাড়ল সুপ্রিম কোর্ট(Supreme Court)। এবার থেকে এই মামলার শুনানি কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) হবে বলেই নির্দেশ। শুধু তাই নয়, অভয়ার বাবা-মাকেও আর জি কর মামলার স্টেটাস রিপোর্ট দিতে হবে বলেও নির্দেশে শীর্ষ আদালতের।
আজ বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে আর জি কর মামলা (RG Kar Case) কলকাতা হাই কোর্টে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে মামলার কাগজপত্রও যাতে হাই কোর্টে পাঠানো হয়, তাও নির্দেশে জানানো হয়েছে। তবে হাই কোর্টের কোন বেঞ্চে, কবে শুনানি হবে তা এখনও জানা যায়নি।
বলে রাখা প্রয়োজন, গত বছর অর্থাৎ ২০২৪ সালের ৯ অগস্ট আর জি কর হাসপাতাল থেকে জুনিয়র চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। যদিও এর মধ্যেই কলকাতা হাই কোর্টে একটি মামলা দায়ের হয়। এবং আলাদাভাবে ঘটনার গুরুত্ব বুঝে সুপ্রিম কোর্টও স্বতঃপ্রণোদিত মামলা করে। বেশ কয়েকদফায় এই সংক্রান্ত মামলার শুনানি হয়। তদন্তের অগ্রগতি জানিয়ে সিবিআইকে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ হয়। শুধু তাই নয়, চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দিষ্ট নিয়মনীতি তৈরি করতেও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
অন্যদিকে এই ঘটনায় ইতিমধ্যে মুল অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আজীবন কারাবাসের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। যদিও এর আগে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভয়ার বাবা। সেই সংক্রান্ত মামলার শুনানি চলছে আদালতে। এখন দেখার সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলাটি কোন দিকে মোড় নেয়।
