shono
Advertisement

Breaking News

পাসপোর্ট ইস্যুতে কটাক্ষ সুষমাকে, জবাবে নেটদুনিয়ায় ভোটাভুটির ব্যবস্থা বিদেশমন্ত্রীর

ভোট দিয়েছেন ৫০ হাজারেরও বেশি নেটিজেন৷ The post পাসপোর্ট ইস্যুতে কটাক্ষ সুষমাকে, জবাবে নেটদুনিয়ায় ভোটাভুটির ব্যবস্থা বিদেশমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 01:41 PM Jul 01, 2018Updated: 02:11 PM Jul 01, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হওয়ার ঘটনায় ক্ষুব্ধ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ লখনউয়ের বাসিন্দা এক দম্পতি ভিন ধর্মের হওয়ায় পাসপোর্ট করাতে গিয়ে বিপাকে পড়েন৷ ওই দম্পতিকেই পাসপোর্ট পেতে সাহায্য করেন বিদেশমন্ত্রী৷ এরপরই সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা হয় তাঁকে৷ সেই আক্রমণের জবাবে এবার টুইটারে ভোটাভুটি ব্যবস্থা করলেন সুষমা স্বরাজ৷

Advertisement

সুষমা লেখেন, বন্ধুরা, আমি কিছু টুইটে লাইক দিয়েছি। শেষ কদিন ধরে এমনটা ঘটছে। আপনারা কি এ ধরনের টুইট সমর্থন করেন? দয়া করে রিটুইট করুন। ভোটে হ্যাঁ ও না-এর মধ্যে বেছে নিতে হবে। শেষ ১৫ ঘণ্টায় ৫০,০০০-র বেশি মানুষ ভোট দিয়েছেন। ৫৮ শতাংশ ‘না’ বলেছেন, ৪২ শতাংশ ‘হ্যাঁ’।

সপ্তাহখানেক আগে পাসপোর্ট করাতে যান লখনউয়ের বাসিন্দা তনভি ও তাঁর স্বামী৷ ইসলাম ধর্মাবলম্বী তনভি বিয়ে করেন হিন্দু ধর্মাবলম্বী এক যুবককে৷ পাসপোর্ট অফিসারের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করেন ওই দম্পতি৷ তনভির অভিযোগ, বিয়ের পরেও কেন হিন্দু নাম ব্যবহার করছেন তিনি, কেনই বা তাঁর স্বামী হিন্দু ধর্মগ্রহণ করেননি, এ বিষয়ে নানা প্রশ্ন করেন ওই পাসপোর্ট অফিসার৷ টুইটের মাধ্যমে দুর্ব্যবহারের কথা বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে জানান ওই দম্পতি৷ এরপরই পাসপোর্ট অফিসারকে বদলি করে দেন সুষমা৷ পাসপোর্টও পেয়ে যান ওই দম্পতি৷

[উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবোঝাই বাস, মৃত কমপক্ষে ২০]

তারপর থেকেই সোশাল মিডিয়ায় বিদেশমন্ত্রীকে নানা অভিযোগ জানানো হয়৷ কেন ওই দম্পতিকে পাসপোর্ট পাইয়ে দিতে এত উদ্যোগী হলেন সুষমা, সেই প্রশ্নও তোলেন অনেকে৷ কেউ কেউ অভিযোগ করেন, ওই দম্পতির পাসপোর্টের আবেদনে কিছু ভুল ছিল৷ এই অভিযোগের তদন্তে উত্তরপ্রদেশ সরকার একটি কমিটি গঠন করে৷ ট্রোলড করা শুরু হয় বিদেশমন্ত্রীকে৷ এই কাজের জন্য সুষমা স্বরাজের কিডনি সংক্রান্ত অসুস্থতা আরও বাড়ুক, টুইটে এমন প্রার্থনাও করে অনেকে৷ নেটিজেনদেরই এবার পালটা জবাব দিলেন বিদেশমন্ত্রী৷ ওই টুইটগুলির পরিপ্রেক্ষিতে ভোটাভুটির বন্দোবস্ত করেন তিনি৷

The post পাসপোর্ট ইস্যুতে কটাক্ষ সুষমাকে, জবাবে নেটদুনিয়ায় ভোটাভুটির ব্যবস্থা বিদেশমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার